আগামীকাল আবহাওয়া | আগামী ৭ দিনের আবহাওয়ার খবর

আগামীকাল আবহাওয়া | আগামী ৭ দিনের আবহাওয়ার খবর

মানুষ যে যুগের সাথে তাল মিলিয়ে চলতে শুরু করেছে। তার জলজান্ত প্রমাণ হিসেবে আবহাওয়ার খবরকেই ধরা যাক না। একটা সময়ে মানুষ আবহাওয়ার খবর কি জিনিস তা জানতো না। কিন্তু সময়ের বিবর্তনে আজ মানুষ প্রতিনিয়ত ইন্টারনেটে সার্চ করছে, আগামীকাল আবহাওয়া এবং আগামী ৭ দিনের আবহাওয়ার খবর লিখে। তাহলে বুঝতেই পারছেন, মানুষের কাছে এখন আবহাওয়ার খবর কতটা জরুরি হয়ে পড়েছে। আজ আমি আপনাদের মাঝে একটি আবহাওয়ার খবর দেখার অ্যাপস শেয়ার করব। যেখানে আপনি আগামীকাল আবহাওয়া আগামী ৭ দিনের আবহাওয়ার খবর দেখতে পাবেন। পাশাপাশি ঝড়, রাডার ম্যাপ এবং লাইভ আবহাওয়ার খবর দেখতে পারার সুবিধা রয়েছে।

AccuWeather কি?
এটি একটি আমেরিকান মিডিয়া কোম্পানি যা সারাবিশ্বে আবহাওয়ার পূর্বাভাস পরিষেবা প্রদান করে। AccuWeather ১৯৬২ সালে Joel N এবং Myers দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল অর্থাৎ আজ থেকে প্রায় ৫৯ বছর আগে। বর্তমানে তাদের AccuWeather App অ্যান্ড্রয়েড ও আইওএস এ ব্যাবহার করা যাবে। এছাড়াও ব্যবহার করা যাবে স্মার্টওয়াচ এর মতো ডিভাইস গুলোতে।

যেভাবে ব্যাবহার করবেন AccuWeather App:
• প্রথমেই আপনার ডিভাইস অনুযায়ী অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।

• এরপর তাদের terms and condition, location এবং privacy policy একসেপ্ট করুন।

• এরপর Continue with Ads বাটনে ক্লিক করে আপসটি ব্যাবহার করা শুরু করুন।

[ এপসটি ব্যাবহার করতে কোন ইমেইল অথবা ফোন নাম্বার প্রয়োজন পড়ে না। ]


AccuWeather App এর বৈশিষ্ট্য বা সুবিধা:
• প্রতি মিনিটের আবহাওয়ার সর্বশেষ খবর দেখতে পাবার সুবিধা। প্রতিদিনের পূর্বাভাসের মধ্যে রয়েছে বৃষ্টির সম্ভাবনা, মেঘের কভারেজ, লাইভ রাডার, বাতাস, বায়ুর গুণমান সূচক, তুষারপাত, এমনকি UV সূচক পর্যন্ত।

• আপনার স্থানীয় আবহাওয়ার খবর দেখতে পাবার সুবিধা। যেমন: ঝড়, বৃষ্টি, সতর্কতা এবং টেম্পারেচার।

• শীতকালীন সময়ে তুষারপাত এবং বরফ গলা যাওয়ার সতর্কবার্তা পাবার সুবিধা।

AccuWeather ব্যাবহার করে উন্নত আবহাওয়ার রাডার। যার ফলে আপনাকে ঝড় ট্র্যাকিং, তুষার, বৃষ্টি, বরফ, তাপমাত্রার পরিবর্তন এবং আরও অনেক কিছুর মিনিট বাই মিনিট আপডেট দিবে।

RealFeel Shade Temperatur এর মাধ্যেমে বাহিরে কতটুকু ধুলাবালি রয়েছে তা নির্ণয় করার সুবিধা। এই ফিচারটি এলার্জি আক্রান্ত লোকেদের প্রয়োজন পড়বে।

আগামীকাল আবহাওয়া এর পাশাপাশি আগামী ৭ দিনের আবহাওয়ার খবর, এমনকি একসাথে ৪৫ দিনের আবহাওয়ার খবর দেখতে পাবার সুবিধা।

• কোথায় এবং কখন ঝড় আঘাত হানতে পারে তা সময়মত দেখতে দেখার সুবিধা। এছাড়াও রয়েছে এই অ্যাপে আবহাওয়া ভিত্তিক বিভিন্ন ফিচার। যা ব্যবহার করে আপনি আপনার নিজ জায়গার আবহাওয়ার সম্পূর্ণ ধারণা নিতে পারবেন।


AccuWeather App এর খারাপ দিক:
অ্যাপস টি তে কোন ধরনের খারাপ দিক নেই। তবে অনেক সাধারন ইউজার দাবি করেছেন, অ্যাপসটিতে অ্যাড যুক্ত। তবে আমি মনে করি এটা স্বাভাবিক।

AccuWeather App এর ডিজাইন:
আন্তর্জাতিকভাবে Meteorological Organization এর পক্ষ থেকে সেরা ইউজার ইন্টারফেস, ডাটা রিপ্রেজেন্টেশন, আবহাওয়া সতর্কবার্তা, ডিজাইন, উপস্থাপনা, তথ্য এবং আবহাওয়ার খবর দেখার অন্যতম অ্যাপস হিসেবে ভূষিত হয়। এবার আপনারাই বলেন! আমি ডিজাইন সম্পর্কে কি আর বলবো...! বাকিটা হয়তো আপনারা অ্যাপসটি ব্যবহার করে বুঝতে পারবেন।

AccuWeather App এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোরে AccuWeather এর রেটিং 4.2/5 এবং ২ মিলিয়নের বেশি রিভিউ রয়েছে। পাশাপাশি অ্যাপ স্টোরে 4.6/5 এবং ১.৫ মিলিয়নের বেশি রিভিউ আছে। এই অ্যাপসটি অন্যান্য আবহাওয়ার খবর দেখার অ্যাপের তুলনায়, রেটিং এবং রিভিউ এর দিক দিয়ে বেশ এগিয়ে।

AccuWeather App Download:
এপসটি ডাউনলোড করতে পারবেন প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে। 

শেষ কথা: 
AccuWeather এটি এমন একটি অ্যাপস যা অন্য কোনো আবহাওয়ার খবর দেখার অ্যাপের সাথে তুলনা করা সম্ভব নয়। এর বড় কারণটি হচ্ছে: AccuWeather এর রয়েছে নিজস্ব স্যাটেলাইট এবং রাডার। যার মাধ্যমে সকল দেশের স্যাটেলাইট ও রাডার এর সঙ্গে সংযুক্ত হয়ে আবহাওয়ার পূর্বাভাস প্রধান করে। এছাড়াও তাদের রয়েছে রেডিও স্টেশন, ইন্টারন্যাশনাল আবহাওয়ার টিভি চ্যানেল, লোকাল টিভি চ্যানেল সহ অনলাইন ওয়েব পোর্টাল।
ধন্যবাদ

Previous Post Next Post