দেশের সবথেকে বড় বিউটি স্টোর Shop Shajgoj | সাজগোজ

Shop Shajgoj

বর্তমান সময়ে অনলাইন থেকে শপিং করাটা যেন, এক প্রকারের রোজগার দিনের বাজার করার মত। যেখানে কিছুদিন আগেও অনলাইন থেকে শপিং করা নিয়ে, মানুষের মাঝে বিরাজ করতো নানা ধরনের নেতিবাচক মনোভাব। এর প্রধান কারণ হলো: নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়েও বাজে প্রোডাক্ট হাতে পাওয়া। এ ধরনের সমস্যাগুলোতে ছেলেদের থেকে মেয়েরা একটু বেশিই পরতো। তবে দিন এখন সম্পূর্ণরূপে বদলে গিয়েছে, দেশের বাজারে বেশ কিছু ক্যাটাগরির ই-কমার্স প্ল্যাটফর্ম এর বদৌলতে। আজ আমি এ আর্টিকেল এর মাধ্যমে শেয়ার করতে যাচ্ছি, মেয়েদের প্রসাধনী সামগ্রী কেনার বিশ্বস্ত একটি ই-কমার্স প্রতিষ্ঠান। যার মাধ্যমে ঘরে বসেই ৪৫০ টি দেশি-বিদেশি ব্র্যান্ডের প্রায় ১০+ হাজার অথেন্টিক প্রডাক্ট কেনা সম্ভব।
ওহ্ হ্যাঁ! জনপ্রিয় এই ই-কমার্স প্রতিষ্ঠানটির নাম: Shajgoj/ সাজগোজ।

Shajgoj/ সাজগোজ কি?
এটি বাংলাদেশের সব থেকে বড় মেয়েদের অথেন্টিক প্রসাধনী সামগ্রী কেনার বিশ্বস্ত একটি ই-কমার্স প্ল্যাটফর্ম। পাশাপাশি অরজিনাল প্রোডাক্ট এর সঙ্গে ক্রেতাদের পরিচয় এবং সৌন্দর্য টিপস্ দিয়ে থাকে।

যেভাবে ব্যবহার করবেন Shop Shajgoj এপসটি:
• প্রথমে Shop Shajgoj অ্যাপসটি প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং ওপেন করুন।

• এরপর Create A New One বাটনে ক্লিক করে ইউজার নেইম, ফোন নাম্বার, ইমেইল এবং পাসওয়ার্ড দিয়ে Create Account এ ক্লিক করুন।

• এরপর ফোন নাম্বার/ইউজারনেম/ ইমেইল দিয়ে Login করুন।

[ আপনি চাইলে শুধুমাত্র ফেসবুকের মাধ্যমেও অ্যাকাউন্ট খুলতে পারেন। তবে আমার সাজেশন থাকবে, ফোন নাম্বার দিয়ে একাউন্ট খুলুন। ]


Shop Shajgoj/ সাজগোজ অ্যাপ এর সুবিধাসমূহ:
• মেয়েদের মাথা থেকে পা পর্যন্ত যাবতীয় প্রোডাক্ট কেনার সুবিধা। বলে রাখা ভালো যে, এখানে শুধুমাত্র সৌন্দর্য ভিত্তিক প্রোডাক্ট সংগ্রহ করতে পারার কথা বলা হয়েছে। এই সুবিধাটি আপনি দেশের অন্য কোনো ই-কমার্স প্রতিষ্ঠানে পাবেন না।

• প্রতিনিয়ত দেশী-বিদেশি ব্রান্ডের উপর এক্সক্লুসিভ সব অফার পাওয়ার সুবিধা। তবে এর জন্য অবশ্যই আপনাকে shop shajgoj এর অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে।

• মাত্র কয়েক ক্লিকে নির্দিষ্ট প্রোডাক্ট কেনার সুবিধা। এর অন্যতম কারণ হচ্ছে: অ্যাপটির ইউজার ইন্টারফেস এমনভাবে তৈরি করা হয়েছে যে, যেন প্রত্যেকটি নারী তার কাঙ্খিত প্রোডাক্ট কিনতে গিয়ে বিব্রতকর অবস্থায় না পড়ে যান।


• ফিল্টার ব্যবহার করে দাম, নতুন, সেরা এবং ব্র্যান্ড নির্বাচন করে প্রোডাক্ট কেনার সুবিধা। এর ফলে আপনার সময় এবং সাধ্যের মধ্যে সঠিক প্রোডাক্টটি সংগ্রহ করতে পারবেন।

• প্রতিটি প্রোডাক্ট কেনার সময় সৌন্দর্য এক্সপার্টদের পরামর্শ নেয়ার সুবিধা অর্থাৎ প্রোডাক্ট কিভাবে ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন না ইত্যাদি ইত্যাদি।

• সম্পূর্ণ বিনামূল্যে সৌন্দর্য পরামর্শ নেওয়ার সুবিধা। 

• অ্যাপে নতুন রেজিস্ট্রেশন করা ইউজারদের জন্য রয়েছে আকর্ষণীয় সব অফার। পাশাপাশি ছেলেদের জন্যও সৌন্দর্য সামগ্রী কেনার সুযোগ।


Shop Shajgoj/ সাজগোজ এর খারাপ দিক:
এখনো পর্যন্ত কোন খারাপ দিক পাওয়া সম্ভব হয়নি।

Shop Shajgoj/ সাজগোজ অ্যাপ এর ডিজাইন:
অন্যান্য ই-কমার্স প্রতিষ্ঠানের অ্যাপের চেয়ে বেশ সোজাসাপ্টা এবং কালারফুল। যা যেকোন বয়সের মানুষের কাছে ভালো লাগবে ও প্রোডাক্ট কিনতে গিয়ে কোন জটিলতায় পড়বে না বলে, আমি আশাবাদী।

Shop Shajgoj/ সাজগোজ অ্যাপ এর রেটিং এবং রিভিউ:
দেশীয় ই-কমার্স প্রতিষ্ঠানের অ্যাপ অনুযায়ী রেটিং এবং রিভিউ এর দিক দিয়ে ইতিমধ্যে বাজিমাত করেছে “Shop Shajgoj” বর্তমানে প্লে স্টোরে 4.3/5 এবং অ্যাপ স্টোরে 4.2/5 রয়েছে। পাশাপাশি প্লে স্টোরে ২ হাজার রিভিউ এবং অ্যাপ স্টোরে রয়েছে প্রায় শতাধিক রিভিউ।

 Shajgoj App Download:
 বর্তমানে অ্যাপটি ডাউনলোড করা যাবে দুটি অপারেটিং সিস্টেমের জন্য, তথা অ্যান্ড্রয়েড এবং আইওএস। এপসটি ডাউনলোড করার জন্য ভিজিট করুন প্লে স্টোর বা অ্যাপ স্টোরে

শেষ কথা:
Shop Shajgoj নারীদের কাছ থেকে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এর অন্যতম কারণটি হচ্ছে: Shop Shajgoj এর যাত্রা শুরু করার পর থেকে সাধারণ ক্রেতাদের অরজিনাল প্রোডাক্ট এবং পরামর্শ দেওয়াটাই তাদের মূল লক্ষ্য ছিল। আপনি যদি একজন নারী হয়ে থাকেন এবং অনলাইন থেকে প্রতিনিয়ত শপিং করেন বা করতে ইচ্ছুক, তাহলে আমার সাজেস্ট থাকবে একবার হলেও ব্যবহার করুন “Shop Shajgoj” হয়তো তারা বাকি ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর মতো ভুরি ভুরি ছাড় দিতে পারবে না তবে অরজিনাল প্রোডাক্ট ঠিকই দিতে পারবে।
ধন্যবাদ
Previous Post Next Post