দেখে নিন | জমির হিসাব বের করার নিয়ম।

জমির হিসাব বের করার নিয়ম

বাংলাদেশের প্রেক্ষাপটে জায়গা জমি নিয়ে কোনো ফ্যামিলিতে বিরোধ তৈরি হয় না, এইরকম ফ্যামিলি বর্তমানে খুঁজে পাওয়া দুষ্কর। কারণ, মানুষ সবকিছু ছাড়লেও, ছাড়েনা জায়গা জমি এবং টাকা পয়সা। আর এই দুটি জিনিসের প্রথম বিষয়টিকে নিয়ে আজকের এই আর্টিকেল। আজকের এই আর্টিকেলে আপনারা জানতে পারবেন, জমির হিসাব বের করার নিয়ম সম্পর্কে। গুরুত্বপূর্ণ এই আর্টিকেলটি প্রয়োজন হবে উভয় পক্ষের অর্থাৎ জমির মালিক এবং একজন সরকারি সার্ভেয়ার কর্মকর্তার। এছাড়াও যদি আপনি জমির হিসাব বের করার নিয়ম সম্পর্কে জানতে চান, তাহলেও আর্টিকেলটি আপনার প্রয়োজন হবে। জমির হিসাব বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানাতে আমাদের সহযোগিতা করবে একটি মোবাইল অ্যাপস। যে এপসটিকে নিয়ে মূলত এই আর্টিকেলটি সাজানো। অ্যাপসটির নাম: BD Land Calculator.

BLC অ্যাপস কি?
এটি জমির হিসাব বের করার নিয়ম সম্পর্কে সাধারণ মানুষকে পূর্ণাঙ্গ ধারণা দেয়। অ্যাপসটি তে হেরন্সের সাথে সাইন ও কোসাইনের সূত্র ব্যাবহার করা হয়েছে। এরফলে একটি জমিকে কোনসহ পরিমাপ করা যায়। এছাড়াও আয়তাকার,উপবৃত্তাকার, ত্রিভুজাকার জমি পরিমাপ, খতিয়ানের হিস্যা বের করা, শতক, কাঠা,বিঘা,কড়া,গন্ডা সহ বিভিন্ন একক পরিবর্তন করা সম্ভব এই অ্যাপের মাধ্যমে। 



যেভাবে ব্যাবহার করবেন BLC অ্যাপস:
• প্রথমে প্লে স্টোর অথবা নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে প্রয়োজনীয় ক্যাটাগরি থেকে জমির হিসাব বের করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানুন।

BLC অ্যাপস এর সুবিধা সমূহ:
জমির হিসাব বের করার নিয়ম জানার সুবিধা। পাশাপাশি আয়তাকার,উপবৃত্তাকার, ত্রিভুজাকার জমি পরিমাপ, খতিয়ানের হিস্যা বের করা, শতক, কাঠা,বিঘা,কড়া,গন্ডা সহ বিভিন্ন একক পরিবর্তন করা সম্ভব এই অ্যাপের মাধ্যমে। এছাড়াও জমি মাপার প্রয়োজনীয় সামগ্রী চিত্র আকারে চেনার সুবিধা রয়েছে। ও হ্যাঁ! অ্যাপসটিতে কিন্তু কোন ধরনের থার্ড পার্টি এডভার্টাইজিং নেই। 

BLC অ্যাপস এর অসুবিধা:
নেই।

BLC অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
একটি থার্ড পার্টি মোবাইল অ্যাপস হিসেবে এর ডিজাইন অতুলনীয়। সুন্দর কালার কম্বিনেশন, মিনিমালিস্টিক আইকন এবং ব্যাকগ্রাউন্ড পরিষ্কার। ইউজার ইন্টারফেসও বেশ সহজ। অ্যাপসটি ওপেন করা মাত্র চোখের সামনে ভেসে উঠবে সকল জমির হিসাব বের করার নিয়ম অর্থাৎ সকল সেকশন গুলো। প্রতিটি সেকশন ঠিকঠাক জায়গা মতোই রয়েছে এবং সেকশনগুলো চোখে ধরানোর জন্য প্রতিটি সেকশনে ব্যবহার করা হয়েছে আলাদা স্টক। সোজা কথা বললে, ডিজাইন এবং ইউজার ইন্টারফেস খুবই অ্যাট্রেক্টিভ এবং ইউজার ফ্রেন্ডলি।



BLC অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটির বর্তমান প্লে স্টোর রেটিং 4.4/5 এবং ৪০০ এর মত রিভিউ নিয়ে প্লে স্টোর থেকে অ্যাপস টি ডাউনলোড হয়েছে ১ লাখের অধিক বার।

যেভাবে ডাউনলোড করবেন BLC অ্যাপস:
সরাসরি অ্যাপসটিকে ডাউনলোড করতে ভিজিট করুন প্লে স্টোর অথবা এই লিংক
দুর্ভাগ্যবশত: অ্যাপসটি শুধুমাত্র এই মুহূর্তে ব্যবহার করা যাবে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে। 

শেষ কথা:
জায়গা জমির হিসাব বের করার নিয়ম আমাদের সকলেরই জানা উচিত। কারণ, ঘরে বাইরে যত বিরোধ তৈরি হয় তার অধিকাংশই জায়গা জমিকে কেন্দ্র করে হয়ে থাকে। অনেক সময় দেখা যায় প্রথম ব্যক্তিকে ঠকানোর জন্য দ্বিতীয় ব্যক্তি সার্ভেয়ারদের ঘুষ খাইয়ে হাতিয়ে নেয় কাঙ্খিত জায়গা। আর প্রথম ব্যক্তি কিছু না বোঝার ফলে, মুখ বুজে সব সহ্য করে নেয়। এই অ্যাপসটি ব্যবহার করলে, অন্তত এই বিষয়গুলো আপনি ফাইন্ড আউট করতে পারবেন। ধন্যবাদ
Previous Post Next Post