নিয়ে নিন | জনপ্রিয় সব ধাঁধা প্রশ্ন ও উত্তর।

ধাঁধা প্রশ্ন ও উত্তর

চায়ের টেবিলে, বন্ধুদের আড্ডায় কিংবা ফ্যামিলির সঙ্গে খুব দ্রুততার সাথে বিনোদন নেওয়ার আরেক নাম: ধাঁধা। প্রাচীনকাল থেকেই বিনোদনের কেন্দ্রবিন্দুতে ধাঁধা রয়েছে। এটি খেলতে আলাদা কোন ইন্সট্রুমেন্টাল এর দরকার নাই। বিশেষজ্ঞদের মতে ধাঁধা খেললে স্নায়ু তথা মস্তিষ্ক স্বয়ংক্রিয় হয়। আজকের এই আর্টিকেলে আমরা আপনাদের মাঝে শেয়ার করব। সকল ধাঁধা প্রশ্ন ও উত্তর। সকল ধাঁধা প্রশ্ন ও উত্তর আপনারা জানতে পারবেন একটি অ্যাপের মাধ্যমে। যেটি মূলত আমরা আজ রিভিউ করবো এই আর্টিকেলের মাধ্যমে। অ্যাপসটির নাম: Bangla Puzzle.

Bangla Puzzle অ্যাপস কি?
এটি একটি বিনোদন রিলেটেড বাংলা মোবাইল অ্যাপস। যার সাহায্য সকল ধাঁধা উত্তর সহ পাওয়া যায়। অ্যাপসটিতে সর্বমোট ১১টি পর্ব তে রয়েছে শত শত ধাঁধা প্রশ্ন ও উত্তর



যেভাবে ব্যবহার করবেন Bangla Puzzle অ্যাপস:
• প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন অথবা নিচের লিংক থেকে।
• এরপর অ্যাপস টি ওপেন করে যেকোনো একটি পর্ব তে ক্লিক করুন এবং নিয়ে নিন বুদ্ধির ধাঁধা, দুষ্টু মিষ্টি ধাঁধা উত্তর সহ অন্যান্য ধাঁধা প্রশ্ন ও উত্তর

Bangla Puzzle অ্যাপস এর সুবিধা সমূহ:
• ১১ টি পর্ব বা ক্যাটাগরিতে রয়েছে নানান রকমের ধাঁধা প্রশ্ন ও উত্তর
• পছন্দকৃত ধাঁধা উত্তর সহ সেভ অথবা ফেভারিট লিস্টে যুক্ত করার সুবিধা।
• প্রত্যেকটি ধাঁধা তে লাইক এবং এক ক্লিকের মাধ্যমে উত্তর জানা সম্ভব।
• সেরা ৫০টি ধাঁধা উত্তর সহ রয়েছে।

Bangla Puzzle অ্যাপস এর অসুবিধা:
থার্ড পার্টি এডভেটাইজিং রয়েছে।

Bangla Puzzle অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
ডিজাইন এবং ইউজার ইন্টারফেস বেশ ইউজার ফ্রেন্ডলি। যা সহজেই যে কেউ ব্যবহার করতে পারেন। অ্যাপসটিতে ব্যবহার করা হয়েছে মিনিমিলিস্টিক ডিজাইন এবং কালার কম্বিনেশন দুর্দান্ত। একই সাথে ইউজার ইন্টারফেস নিট এন্ড ক্লিন। অ্যাপসটিতে ঢোকা মাত্র সবার প্রথমে চোখে পড়বে জনপ্রিয় সব ধাঁধা প্রশ্ন ও উত্তর। এছাড়া সকল ধাঁধা প্রশ্ন ও উত্তর গুলো ঠিকঠাক জায়গামতোই রয়েছে। আশা করছি, এপসটি ব্যবহার করতে গিয়ে আপনারা বাড়তি কোন জটিলতায় পরবেন না।



Bangla Puzzle অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
4.0/5 রেটিং এবং ৩ হাজারের বেশি রিভিউ নিয়ে অ্যাপসটি রয়েছে প্লে স্টোরে। এ পর্যন্ত অ্যাপসটিকে সর্বমোট ডাউনলোড করা হয়েছে 10 লাখের অধিক বার। অ্যাপসটি কে এই মুহূর্তে শুধুমাত্র ডাউনলোড করা যাবে প্লে স্টোর থেকে। আশা করা যায় আগামীতে অ্যাপ স্টোর থেকেও ডাউনলোড করা সম্ভব হবে।

যেভাবে ডাউনলোড করবেন Bangla Puzzle অ্যাপস:
অ্যাপসটিকে সরাসরি ডাউনলোড করার জন্য এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:
একসময় মানুষ ধাঁধা মুখস্ত কিংবা বই ব্যবহারের মাধ্যমে জানতে পারত। কিন্তু এখন সময় পাল্টে গিয়েছে। তাই মানুষ ধাঁধা প্রশ্ন ও উত্তর জানার জন্য মোবাইল অ্যাপ বা ওয়েবসাইট ব্যাবহার করে থাকেন। তাই আপনিও যদি এই পথের পথিক হয়ে থাকেন। তাহলে আজকের অ্যাপসটি ব্যবহার করে দেখতে পারেন। ধন্যবাদ
Previous Post Next Post