নিজে নিজে ইংরেজি শেখার সহজ উপায় | বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম

বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম

আন্তর্জাতিক ভাষা ইংরেজি হওয়ার কারণে, ইংরেজির কদর অন্যান্য ভাষার চেয়ে কয়েক গুণ বেশি। এ কারণে সাধারণ মানুষ প্রতিনিয়ত শিখে চলছে ইংরেজি ভাষা। কেউ শিখছে ঘরে বসে আবার কেউবা কোন সংস্থার শরণাপন্ন হন। আজ আমরা প্রথম মেথডটি কাজে লাগাবো তথা ঘরে বসে শিখব ইংরেজি ভাষা। ঘরে বসে সম্পূর্ণ ফ্রিতে ইংরেজি শেখার বেশ কয়েকটি কার্যকর পদ্ধতি রয়েছে। তাদের মধ্যে অন্যতম: মোবাইল অ্যাপ। হ্যাঁ! আপনি ঠিকই শুনেছেন। শুধুমাত্র মোবাইল অ্যাপ ব্যবহার করে সম্পূর্ণ ফ্রিতে ঘরে বসে ইংরেজি শেখার, এটা কার্যকর একটি পদ্ধতি। এজন্য আপনাদের মাঝে আমরা নিয়ে এসেছি মোস্ট পপুলার একটি স্পোকেন ইংলিশ লার্নিং মোবাইল অ্যাপস। অ্যাপসটির নাম: Hello English: Learn English.

Hello English App কি?
Hello English অ্যাপ হলো: একটি ফ্রি নাম্বার ওয়ান এডুকেশন রিলেটেড মোবাইল অ্যাপস। ব্যবহারকারীরা এখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম, সঠিক নিয়মে ইংলিশে কথা বলার নিয়ম, ইংরেজি শেখার সকল গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিকস, ইংরেজিতে কথা বলার সময় কি কি বর্জনীয় সহ এরকম সকল বিষয়বস্তু নিয়ে সাজানো হয়েছে এই অ্যাপ। তাড়াতাড়ি ইংরেজিতে কথা বলার জন্য এতে রয়েছে আর্টিকেল, নিউজ, অডিও, ভিডিও এবং ই বুক। অ্যাপসটি ব্যবহার করা যাবে সম্পূর্ণ ইন্টারনেট ছাড়া। এই মুহূর্তে অ্যাপসটি পাওয়া যাবে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।

যেভাবে ব্যবহার করবেন Hello English App:
• প্রথমে অ্যাপসটি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী ডাউনলোড করুন।



• এরপর অ্যাপসটি ওপেন করে জিমেইল অ্যাকাউন্ট, ভাষা, ইংরেজির স্তর, কেন ইংরেজি শিখতে চান, এভাটার এবং ফোন নাম্বার দিয়ে সাবমিট করুন।

যেভাবে Hello English App এর মাধ্যমে ইংরেজি শিখবেন:
অ্যাপস টি ওপেন করুন “প্রাথমিক পাঠ্যক্রম” ক্যাটাগরি সিলেক্ট করে জানুন বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম, vocabulary, বেসিক গ্রামার এবং এডভান্স গ্রামার সহ ইংরেজি শেখার সঠিক নিয়মকানুন

Hello English App এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• সর্বমোট ৪৭৫টি লেসন সম্পূর্ণ ফ্রিতে পাঠদান করার সুবিধা। এগুলোর মধ্যে রয়েছে: গ্রামার এর সঠিক ব্যবহার, vocabulary, ট্রানসলেশন, স্পেলিং এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম কানুন ইত্যাদি।

• একে অপরের সঙ্গে এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এর সঙ্গে গেম খেলার মাধ্যমে ইংরেজি শেখার সুবিধা।

• শিক্ষক বা টেইনারদের কাছে ব্যাকরণ এবং অনুবাদ সহ অন্যান্য বিষয়বস্তুর উপর প্রশ্ন করে উত্তর নেয়ার সুবিধা।

ইংরেজিতে সাবলীল ভাবে কথা বলার জন্য এতে রয়েছে প্র্যাকটিস করার সুবিধা। প্র্যাকটিসের মধ্যে রয়েছে অডিও, ভিডিও, নিউজ এবং মজার মজার সব আর্টিকেল।

• নতুন নতুন শব্দ শেখার জন্য রয়েছে ১০ হাজারের বেশি শব্দের অভিধান। এছাড়াও এরকম রয়েছে নানান সুযোগ সুবিধা। সোজা কথা বললে, ইংরেজি শেখার জন্য যা যা প্রয়োজন রয়েছে। তা সব কিছুই রয়েছে এই অ্যাপের মধ্যে।



Hello English App Pricing:
অ্যাপসটিতে সর্বমোট দুটি ভার্সন রয়েছে, একটি বেসিক এবং একটি প্রো। প্রো ভার্সনটি কেনা যাবে ভিন্ন ভিন্ন প্লানে। যা নিচে তুলে ধরা হলো:
১মাস - ৮০০৳
৩ মাস - ১৯০০৳
১২ মাস - ২৯০০৳

[ পেমেন্ট করা যাবে শুধুমাত্র গুগল প্লে এর মাধ্যমে ]

অ্যাপসটির বেসিক ভার্সন বা ফ্রি ভার্সন ব্যাবহার করেও ইংরেজিতে অনারবল কথা সম্ভব। তবে প্রিমিয়াম ভার্সনটিতে কিছু এডভান্স কোর্স রয়েছে। যা ইংরেজি শিখতে বেশ কাজের। তবে আমার ব্যক্তিগত সাজেস্ট থাকবে, প্রিমিয়াম ভার্সন না কেনাই ভালো। কারণ, আপনি অফলাইনে ২৯০০৳ টাকার সঙ্গে আরও কিছু টাকা যোগ করে করতে পারেন স্পোকেন ইংলিশের উপর অফলাইন ভিত্তিক কোর্স। যা অনলাইন কোর্সের থেকে কয়েক গুণ বেশি কার্যকর।

Hello English App এর খারাপ দিক:
নেই।

Hello English App এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
মিনিমালিসটিক ডিজাইন, তাড়াতাড়ি নির্দিষ্ট কনটেন্ট খোঁজার জন্য রয়েছে সাইডবার, স্লাইডার, এবং কালার কম্বিনেশন চোখে পরার মত। প্রত্যেকটি কনটেন্ট এমনভাবে সাজানো হয়েছে যেন, একটি লেসন থেকে অন্যটি হারিয়ে না যায়। সব মিলিয়ে ডিজাইন এবং ইউজার ইন্টারফেস মনমুগ্ধকর।



Hello English App এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটি এ পর্যন্ত প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড হয়েছে ১০ মিলিয়নের অধিক বার। সেই সাথে রেটিং এবং রিভিউ খুব ভালো। প্লে স্টোরে 4.6/5 রেটিং এবং ৯ লাখ পনের হাজার রিভিউ রয়েছে। একই সঙ্গে অ্যাপ স্টোর এ 4.2/5 এবং আঠারো শো এর বেশি রিভিউ রয়েছে।

যেভাবে ডাউনলোড করবেন Hello English App:
অ্যাপসটি সরাসরি ডাউনলোড করতে নিচের লিঙ্ক দুটিতে ক্লিক করুন।

অ্যান্ড্রয়েড - প্লে স্টোর

শেষ কথা:
ঘরে বসে ইংরেজি শেখা ততটা ও সহজ নয় যতটা আমরা মনে করছি। তবে হ্যাঁ, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সময় নেই কিংবা আর্থিকভাবে অতটা সচল না। তারা অনলাইনের সহযোগিতা নিতেই পারেন। অনলাইনে আজকাল ঘরে বসে ইংরেজি শেখার বিভিন্ন রকমের অ্যাপ আছে। কিন্তু সব অ্যাপ দিয়ে কখনোই পূর্ণাঙ্গভাবে ইংরেজি শেখা সম্ভব নয়। হাতেগোনা কয়েকটি ইংরেজি শেখার অ্যাপ এর মধ্যে, আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপসটি সবার সেরা। তাই আপনারা নিঃসন্দেহে ঘরে বসে সঠিক নিয়মে ইংরেজি শেখা এবং বাংলা থেকে ইংরেজি অনুবাদের নিয়ম এর মত সকল বিষয়বস্তু শিখুন “হ্যালো ইংলিশ” অ্যাপের মাধ্যমে। ধন্যবাদ
Previous Post Next Post