আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ সহ সমস্ত কোরআন পড়ুন।

আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ

দুনিয়ার মহাবিস্ময়কর ও সর্বাধিক পঠিত গ্রন্থ পবিত্র আল-কুরআন। পথভ্রষ্ট মানুষদের আল্লাহর পথে পরিচালিত করার জন্য আল্লাহতায়ালা আল-কুরআন নাজিল করেছেন। মানুষের বাস্তবিক জীবনের সব সমস্যার সমাধান রয়েছে পবিত্র আল-কুরআনে। যাতে মানব সন্তান আল-কুরআন পড়ে, বুঝে ও উপদেশ গ্রহণ করার মাধ্যমে, বাস্তব জীবনকে সুন্দর ও উন্নতশীল করতে পারবে। মহাগ্রন্থ আল-কুরআনে নাজিলকৃত প্রথম আয়াতেই আল্লাহতায়ালা পড়ার নির্দেশনা দিয়েছেন। আল্লাহতায়ালা বলেন, ‘পড় তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন।’ (সূরা আলাক্ব-১)। এজন্য মানবজীবনে সাফল্য অর্জনের জন্য কুরআন পাঠের বিকল্প কোনো গ্রন্থ দুনিয়াতে নেই। কিন্তু আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা সঠিকভাবে পড়তে পারেন না পবিত্র আল কুরআন। এ শ্রেণীর লোকেরা বাংলা উচ্চারণ সহ স্পেসিফিক ভাবে পবিত্র কুরআনের কিছু আয়াত বা সূরা পড়তে চান। যেমন: আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ, সুরা বাকারার শেষ তিন আয়াত বা আত্তাহিয়াতু সূরা বাংলা উচ্চারণ ইত্যাদি। এজন্য আজ আমরা তাদের উদ্দেশে নিয়ে এসেছি, বাংলা উচ্চারণ সহ একটি পবিত্র আল কোরআন অ্যাপ। যার মাধ্যমে পবিত্র কুরআনের সকল বিষয়বস্তু সুন্দর ভাবে তুলে ধরা হয়েছে। অ্যাপসটির নাম: Bangla Quran (বাংলা কুরআন) 



Bangla Quran অ্যাপস কি?
এটি একটি জনপ্রিয় বাংলা ভাষায় নির্মিত ইসলামিক মোবাইল অ্যাপস। অ্যাপসটি ধারা খুব সহজে কোরআন পড়া সম্ভব। কারণ, এটাতে ব্যবহার করা হয়েছে বাংলা উচ্চারণ এবং অনুবাদ সহ সম্পূর্ণ কুরআন। একই সাথে অডিও আকারে এবং টেক্সট কাস্টমাইজেবল করা সম্ভব। এছাড়াও আরো স্বাচ্ছন্দভাবে কোরআন পড়তে অ্যাপসটির মধ্যে রয়েছে বেশ কয়েকটি কালারফুল থিম। অ্যাপস টি এই মুহূর্তে পাওয়া যাবে শুধুমাত্র প্লে স্টোরে। যা পরবর্তী সময়ে অ্যাপ স্টোর এ পাবার সম্ভাবনা রয়েছে।

যেভাবে ব্যবহার করবেন Bangla Quran অ্যাপস:
প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করার সময় ফোনে চাওয়া সকল পারমিশন এলাও করুন। এরপর আপনার স্বাচ্ছন্দ মতো অ্যাপসটি ব্যবহার করতে থাকুন। অ্যাপস টি ব্যবহার করতে লাগানো কোনো একাউন্ট। তাই ব্যবহার করা খুব সহজ।

Bangla Quran অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• সম্পূর্ণ কোরআন, সূরা এবং গুরুত্বপূর্ণ সব আয়াত বাংলা উচ্চারণসহ পড়ার সুবিধা। উচ্চারণের মধ্যে রয়েছে: আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ, সুরা বাকারার শেষ তিন আয়াত এবং আত্তাহিয়াতু সূরা বাংলা উচ্চারণ ইত্যাদি। এক কথায় সকল সূরা এবং আয়াত বাংলা উচ্চারণে রয়েছে এই অ্যাপের মধ্যে।

• অডিও আকারে ব্যাকগ্রাউন্ডে সকল সূরা বা সম্পূর্ণ কোরআন প্লে করার সুবিধা। তবে এর জন্য প্রতিটি সূরা ডাউনলোড করার প্রয়োজন পড়ে।



কোরআনের সকল সূরার লিস্ট আকারে বাংলা এবং আরবিতে পাবার সুবিধা।

• অনুবাদ অথবা উচ্চারণের বাংলা কথাগুলো কাস্টমাইজ করার সুবিধা অর্থাৎ ছোট বড় করা সম্ভব।

• পছন্দকৃত আয়াত বা সূরা বুকমার্ক করার সুবিধা। এর ফলে পরবর্তী সময়ে কাঙ্ক্ষিত সূরা বা আয়াত খোঁজাখুঁজির প্রয়োজন পড়ে না।

Bangla Quran অ্যাপস এর খারাপ দিক: 
থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে।

Bangla Quran অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
ডিজাইন এক কথায় অসাধারণ। চমৎকার সব থিম এবং কালার কম্বিনেশনে রাঙিয়ে উঠছে অ্যাপের প্রতিটি জায়গা। সেই সাথে ইউজার ইন্টারফেস বেশ নিট এন্ড ক্লিন। প্রত্যেকটি সূরা, আয়াত পাশাপাশি অন্যান্য বিষয়বস্তু এমনভাবে সাজানো হয়েছে যেন, প্রতিটি বয়সের লোক ব্যবহার করতে গিয়ে কোন জটিলতা না পড়ে। এছাড়াও অ্যাপসটি সম্পূর্ণ মিনিমালিষ্টিক। যার ফলে দেখতে একটু বেশিই কিউট লাগে।

Bangla Quran অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোর থেকে অ্যাপসটি কে ইতিমধ্যে ডাউনলোড করা হয়েছে ১ মিলিয়নের অধিকার। সেই সাথে ৪.৭/৫ রেটিং সহ ৩০ হাজারের বেশি রিভিউ নিয়ে বসে আছে অ্যাপসটি প্লে স্টোরে। 



যেভাবে ডাউনলোড করবেন Bangla Quran অ্যাপস:
এপসটি কে সরাসরি ডাউনলোড করতে এই লিংকে ক্লিক করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Bangla Quran” লিখে।

শেষ কথা: 
পবিত্র কুরআন আরবি ভাষাতে সঠিক উচ্চারণ হয়। যা কখনোই বাংলাতে পরিপূর্ণতার রূপ পায় না। এক্ষেত্রে মাঝেমধ্যে বড় বড় আলেমদের মুখে শোনা যায় যে, বাংলা উচ্চারণে পবিত্র কোরআন পড়া জায়েজ নয়। এরপরেও যারা আয়াতুল কুরসি বাংলা উচ্চারণ বা আত্তাহিয়াতু সূরা বাংলা উচ্চারণ সহ অন্যান্য সূরা বা আয়াত খুঁজে থাকেন কিংবা পড়ে থাকেন। তারা পরবর্তী সময়ে অবশ্যই আরবী ভাষাতে পড়ার ট্রাই করুন। কারণ, আপনি যত ভালো করে বাংলা উচ্চারণে কোরআন পড়ুন না কেন তা ভুল হবেই। কাজেই আজই শিখুন আরবিতে পবিত্র কোরআন। ধন্যবাদ
Previous Post Next Post