নিয়ে নিন সকল সপ্নের ব্যাখ্যা | স্বপ্নে সাপ দেখলে কি হয়

স্বপ্নে বিয়ে দেখলে কি হয়

স্বপ্ন মানুষকে বাঁচিয়ে রাখে। আবার এই একই স্বপ্ন মানুষকে চুবিয়ে মারে। স্বপ্ন বিভিন্ন প্রকারের রয়েছে। তবে উল্লেখযোগ্যভাবে সাধারণ মানুষের কাছে দুটি স্বপ্ন বেশ সুপরিচিত। ১) নাইট ড্রিম। ২) ডে ড্রিম। আপনাদের আরেকটু বুঝিয়ে বললে, যে স্বপ্ন মূলত ঘুমের মধ্যে দেখা যায় তা “নাইট ড্রিম” এবং যা খালি চোখে দেখা যায় তা “ডে ড্রিম” হিসেবে গণ্য হয়ে থাকে। বিজ্ঞানীদের মতে, ডে ড্রিম দেখা ভালো। অপরদিকে লোকসংস্কৃতিতে ঘুমের মধ্যে যে স্বপ্নগুলো দেখা যায় তা ভালো কিংবা তার রয়েছে যথাযথ ব্যাখ্যা। আর এভাবেই মুসলমানদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে “সোলেমানি খোয়াবনামা” বইটি। যা নিয়ে মূলত আজ আমরা সাজিয়েছি এই সম্পূর্ণ আর্টিকেল। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের আর্টিকেল। আর্টিকেল শুরু করার পূর্বে আপনাদের আরও একটু বলা জরুরী যে, “সোলেমানি খোয়াবনামা” বইটি আমরা রিভিউ করছি না। রিভিউ করছি “সোলেমানি খোয়াবনামা” বইটির অ্যাপস কে নিয়ে। আশা করছি, আপনারা পুরো বিষয়টি বুঝতে পারছেন।

খোয়াবনামা এপসটি কি?
এটি একটি স্বপ্নের জনপ্রিয় মোবাইল অ্যাপস। যার সাহায্যে স্বপ্নে বিয়ে দেখলে কি হয়, স্বপ্নে সাপ দেখলে কি হয় বা স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয় সহ এরকম সকল স্বপ্নের ব্যাখ্যা পাওয়া সম্ভব। পাশাপাশি প্রত্যেকটি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণর অক্ষর দিয়ে স্বপ্নের সত্যতা খোঁজা সম্ভব। এছাড়াও স্বপ্নের সাথে সম্পৃক্ত সকল বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে এ অ্যাপের মধ্যে। অ্যাপসটি বর্তমানে শুধুমাত্র এন্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য গুগল প্লে স্টোরে রয়েছে।



যেভাবে ব্যবহার করবেন খোয়াবনামা অ্যাপস:
প্রথমে প্লে স্টোর থেকে অ্যাপসটি ডাউনলোড করুন এবং ওপেন করে ব্যবহার করা স্টার্ট করুন অর্থাৎ এই অ্যাপস ব্যবহার করতে আপনার প্রয়োজন হবে না কোন অ্যাকাউন্ট তৈরি করার।

খোয়াবনামা অ্যাপস এর বৈশিষ্ট্য বা সুবিধা সমূহ:
• প্রতিটি স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণের প্রথম অক্ষর দিয়ে সকল স্বপ্নের ব্যাখ্যা জানা সম্ভব।

• চোখে আলোর রশ্মি পড়া ঠেকাতে রয়েছে ডার্ক মোডের ব্যবস্থা।

• নেই কোন বিরক্তিকর থার্ড পার্টি এডভারটাইজিং।

স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়, স্বপ্নে মাছ ধরতে দেখলে কি হয় বা স্বপ্নে নামাজ পড়া দেখলে কি হয় সহ স্বপ্নের রিলেটেড নানান তথ্য পাবার সুবিধা।

খোয়াবনামা অ্যাপস এর খারাপ দিক:
নেই।

খোয়াবনামা অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপসটির ইউজার ইন্টারফেস অনেকটা সহজ। এর ফলে যে কোন ব্যক্তির ব্যবহার করতে কোন প্রকারের সমস্যা হবে না। একই সাথে কালার কম্বিনেশন চোখে পরার মত। মেইন কালার হোয়াইট এবং ডার্ক মোড ব্যবহার করার ফলে, মেইন কালার হয়ে থাকে ব্লাক। যা চোখে আলোর রশনি পড়ার ঠেকাতে কাজে দেয়। এছাড়াও প্রতিটি স্বপ্নের ক্যাটাগরী গ্রিড আকারে সাজানো হয়েছে অ্যাপের মধ্যে। এরফলে অ্যাপস ওপেন করা মাত্রই চোখের সামনে পড়ে যায় সকল স্বপ্নের ব্যাখ্যা।



খোয়াবনামা অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
ইতিমধ্যে “সোলেমানি খোয়াবনামা” অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড হয়েছে এক লাখের অধিক বার। পাশাপাশি 4.2/5 রেটিং সহ রিভিউ রয়েছে আটশো এর অধিক।

যেভাবে ডাউনলোড করবেন খোয়াবনামা অ্যাপস:
অ্যাপস টি সরাসরি ডাউনলোডের জন্য চলে যান প্লে স্টোরে আর “খোয়াবনামা” লিখে সার্চ করুন অথবা এই লিংকে ক্লিক করুন।

শেষ কথা:
একজন মুসলমান ব্যক্তি হিসেবে প্রতিটি স্বপ্ন দেখার পর বিভিন্ন কাজ থাকে, যা শরীয়ত অনুযায়ী মানতে হয়। আবার অনেক স্বপ্ন থাকে যা মূর্খ বা অশিক্ষিত ব্যক্তির সাথে শেয়ার করতে হয় না। এরকম নানান নিয়ম নীতিমালার ভেতর দিয়ে যেতে হয় কাঙ্খিত স্বপ্ন দেখা ব্যক্তির। আর এসব নিয়ম কানুন জানতে পারবেন আজকের শেয়ারকৃত মোবাইল অ্যাপসটি ব্যবহার করে। তাই দেরি না করে এখনই অ্যাপসটি ডাউনলোড করুন। আর উপভোগ করুন স্বপ্নে বিয়ে দেখলে কি হয়, স্বপ্নে সাপ দেখলে কি হয় বা স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? এরকম হাজারো স্বপ্নের ব্যাখ্যা। ধন্যবাদ
Previous Post Next Post