সহজে জানুন আপনার বর্তমান অবস্থান | আমি এখন কোন জায়গায় আছি

আমি এখন কোন জায়গায় আছি

বিভিন্ন সময় আমাদের কাজের ক্ষেত্রে দেশ কিংবা নতুন অঞ্চলে যাওয়ার প্রয়োজন পড়ে। আর যাবার পর নতুন জায়গা সম্বন্ধে আমাদের অনেকেরই থাকে না কোনো ধারণা অর্থাৎ আমি এখন কোন জায়গায় আছি? এরকম প্রশ্ন অনেকেরই মনে একবার হলেও দাগ কেটেছে। আবার জায়গা সম্বন্ধে জানার জন্য হয়তো, অনেকে সাধারণ মানুষের শরণাপন্ন হয়েছেন। কিন্তু সব জায়গায় বসে অচেনা মানুষের সঙ্গে কথা বলার পরিস্থিতি থাকে না আমাদের। এক্ষেত্রে নিজেরই বের করতে হয় যে, আমি এখন কোন জায়গায় আছি। ইতিমধ্যে হয়তো আপনারা জেনেছেন, আজ মূলত কথা বলব কোন টপিকের উপর। জ্বি! আজ কথা বলব, যেভাবে আপনি আপনার স্মার্টফোনের মাধ্যমে জানতে পারবেন “আপনি/আমি এখন কোন জায়গায় আছি” অর্থাৎ নিজের বর্তমান লোকেশন। আর এই পুরো বিষয়টিতে সহযোগিতা করবে ফোনে থাকা ডিফল্ট একটি মোবাইল অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন টির নাম: গুগল ম্যাপ। 

Google Maps কি?
এটি হলো: সারা বিশ্বের ভৌগলিক এবং সাইট সম্বন্ধে ইনফরমেশন শেয়ার করার গুগলের নিজস্ব একটি সেবা দানকারী প্রতিষ্ঠান। যার মূলত প্রধান কাজ আপনার আশেপাশের রেস্টুরেন্ট, হোটেল, গ্যাস স্টেশন, হসপিটাল, পুলিশ স্টেশন, রোড ম্যাপ নেভিগেশন এর মাধ্যমে সঠিক রাস্তায় গাড়ি চালানোর নির্দেশনা দিয়ে থাকে। পাশাপাশি আপনি/ আমি এখন কোন জায়গায় আছি? তা সহজেই নির্ণয় করা সম্ভব শুধুমাত্র মোবাইলের লোকেশন অন করে। এছাড়াও জনপ্রিয় সকল স্থানের ছবি, ভিডিও এবং ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ফুটেজ পাওয়া সম্ভব। যা থেকে নির্দিষ্ট জায়গার সম্পূর্ণ ধারণা পাওয়া সম্ভব ঘরে বসে।



যেভাবে ব্যবহার করবেন Google Maps:
প্রথমে প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করে নিন গুগল ম্যাপস অ্যাপসটি। এরপর ফোনের লোকেশন অন রেখে অ্যাপের ভিতর প্রবেশ করুন এবং ফাইন্ড আউট বাটনে ক্লিক করে একটু অপেক্ষা করুন। তাহলেই দেখতে পাবেন আপনি/ আমি এখন কোন জায়গায় আছি। এছাড়াও গুগল ম্যাপ এর রয়েছে আরো অনেক কাজ। যেগুলো জানার জন্য আমি আপনাকে পরামর্শ দিব, অবশ্যই ইউটিউব থেকে গুগল ম্যাপের উপর এ টু জেড কোন টিউটোরিয়াল দেখুন।

Google Maps এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• ২২০ টির বেশি দেশের সকল রাস্তা, জনপ্রিয় স্থান, গ্যাস স্টেশন, পুলিশ স্টেশন সহ প্রয়োজনীয় সকল অফিস কিংবা শপিংমলের সঠিক লোকেশন খুঁজে পাবার সুবিধা।

• নিজের লোকেশন দ্রুত খুঁজে পাবার সুবিধা। যারা নতুন কোন জায়গায় গিয়ে আমি এখন কোন জায়গায় আছি? এরকম প্রশ্ন মনে মনে করেন, তাদের জন্য এটি নিঃসন্দেহে একটি ভালো সুবিধা।

• আপনার কাঙ্খিত জায়গায় পৌঁছানোর জন্য যে রাস্তা ব্যবহার করবেন, সেই রাস্তায় কতটুকু ট্রাফিক জ্যাম আছে তা দেখার সুবিধা।

• দেশের সর্বশেষ করোনা আপডেট দেখার সুবিধা। 

• নিজের বর্তমান লোকেশন দ্বিতীয় ব্যক্তির কাছে শেয়ার করার সুবিধা। এরফলে প্রথম ব্যক্তির হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কমে যায়। বিশেষ করে যারা নতুন জায়গায় বুঝে উঠতে পারছেন না যে, আমি এখন কোন জায়গায় আছি? তাদের জন্যই মূলত এ ফিচারটি রেখেছে গুগল ম্যাপ। 



• কাঙ্খিত গন্তব্যে পৌঁছানোর সেরা রুট অটোমেটিকলি ফাইন্ড আউট করার সুবিধা। এর ফলে ফেরি, টোল এবং হাইওয়ে বাদ কিংবা যুক্ত করে নেয়ার সুবিধা।

Google Maps খারাপ দিক:
নেই।

Google Maps এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
গুগল ম্যাপসের ডিজাইন বেশ সুন্দর এবং নিট এন্ড ক্লিন। সেই সাথে ইউজার ইন্টারফেস অনেক সহজ। এর পেছনে অনেকগুলো কারণও আছে, তাদের মধ্যে অন্যতম একটি হলো: এটি সব বয়সের মানুষ ব্যবহার করেন। এজন্যই অন্য সব ম্যাপের তুলনায় গুগল ম্যাপস সবথেকে বেশি সহজ। পাশাপাশি আমাদের এটাও মাথায় রাখতে হবে যে, গুগল ম্যাপসের ডেভলপার স্বয়ং গুগল নিজেই। এছাড়াও অ্যাপের কালার কম্বিনেশন এক কথায় দারুন। একই সাথে অ্যাপসটিতে ব্যবহার করা যাবে ডার্ক মোড।

Google Maps এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোর:-
রেটিং: 4.4/5
রিভিউ: 16M+

অ্যাপ স্টোর:-
রেটিং: 4.7/5
রিভিউ: 4.7M+



যেভাবে ডাউনলোড করবেন Google Maps:
সরাসরি গুগল ম্যাপস অ্যাপসটি ডাউনলোড করতে, আপনার ব্যাবহার করা প্ল্যাটফর্ম এ গিয়ে “গুগল ম্যাপস” লিখে সার্চ করুন অথবা নিচের লিংক অনুসরণ করুন।

প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)

শেষ কথা:
গুগল ম্যাপস অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যার। যা অধিকাংশ ফোনে ডিফল্টভাবে থাকে। কিন্তু তারপরেও আমাদের সমাজের অনেক মানুষ গুগল ম্যাপস এর সঠিক ব্যবহার জানেন না। এর ফলে রাস্তা হারিয়ে যাওয়া কিংবা আমি এখন কোন জায়গায় আছি? এ সম্বন্ধে সাধারণ মানুষের শরণাপন্ন হন। তবে বিভিন্ন সময় অচেনা ব্যক্তির কাছে সাহায্য চাওয়া থেকে নিজেকে অবশ্যই বিরত রাখা উচিত। বিশেষ করে যখন আপনার কাছে অধিক পরিমাণে টাকা বা ব্যাবহুল কোনো বস্তু থাকবে। কারণ, সোসাইটি তে এখন ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের ঢল বেশি। তাই আগে থেকে সচেতন থাকুন এবং ব্যবহার করুন গুগল ম্যাপস। ধন্যবাদ
Previous Post Next Post