কিবোর্ড!
নামটির সাথে আপনি, আমি, আমরা সবাই পরিচিত। কারণ, মনের ভাব কথায় প্রকাশ করার জন্য কিবোর্ড ব্যাবহার হয়। কিবোর্ড মূলত দুই প্রকার ফিজিক্যাল কিবোর্ড এবং ভার্চুয়াল কিবোর্ড। পৃথিবীর প্রায় ৯৩% মানুষ ভার্চুয়াল কিবোর্ড ব্যবহার করে থাকে অর্থাৎ স্মার্ট ফোনের কিবোর্ড কে ভার্চুয়াল কীবোর্ড বলা হয়। বর্তমানে এই স্মার্টফোনের রয়েছে লক্ষাধিক বিভিন্ন ভাষার কিবোর্ড। তাদের মধ্যে উল্লেখযোগ্য: Gboard, Microsoft Swiftkey Keyboard, Chrooma Keyboard, Fonts Keyboard ইত্যাদি ইত্যাদি। আজ আমি এই আর্টিকেলের মাধ্যমে শেয়ার করব, একটি দেশীয় বহুল ব্যবহৃত মোবাইল কিবোর্ড। কিবোর্ড টির নাম: Ridmik Keyboard.
Ridmik Keyboard কি?
এটি একটি দেশীয় বহুল ব্যবহৃত মোবাইল কিবোর্ড অ্যাপ। যার মাধ্যমে একজন ব্যবহারকারী স্বাচ্ছন্দ্যে বাংলায় মনের ভাব কথায় প্রকাশ করতে পারে অর্থাৎ লিখতে পারে। Ridmik Labs এর প্রতিষ্ঠাতা এবং সিইও শামীম হাসনাথ দ্বারা তৈরি, Ridmik কীবোর্ডটি 2012 সালে একটি ব্যক্তিগত প্রকল্প হিসাবে চালু করা হয়েছিল।
যেভাবে ব্যবহার করবেন Ridmik Keyboard:
• প্রথমে অ্যাপসটি প্লে স্টোর অথবা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন এবং ওপেন করুন।
• এরপর “Setup And Get Started” ক্লিক করুন এবং Enable In Setting এর উপর ক্লিক করুন।
• এরপর Ridmik Keyboard অন করুন এবং Switch Input Methods এর উপর ক্লিক করুন।
• এরপর Ridmik Keyboard সিলেক্ট করুন এবং Finished বাটনে ক্লিক করে কিবোর্ডটি ব্যাবহার করুন।
Ridmik Keyboard এর সুবিধাসমূহ:
• অভ্র লেখার সুবিধা। এর ফলে অনেক দ্রুত টাইপ করা সম্ভব।
• জাতীয় ও প্রভাত লেআউট এর সুবিধা।
• সকল ইমজি ব্যাবহার করার সুবিধা।
• ভয়েস টাইপিং এর মাধ্যেমে লেখার সুবিধা।
• নিত্য নতুন থিম ব্যাবহার করার সুবিধা।
• পরবর্তী শব্দ এবং ইমোজী সাজেস্ট পাওয়ার সুবিধা।
• কপিকৃত টেক্সট Clipboard এ রাখার সুবিধা।
• নতুন টেক্সট এডিট করার সুবিধা।
• আরবি এবং চাকমা ভাষা ব্যাবহারের সুবিধা।
• ১ক্লিকে ভাষা পরিবর্তন করার সুবিধা।
• ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট মোডে আলাদাভাবে কীবোর্ডের উচ্চতা Customize করার সুবিধা।
• অন্যান্য কিবোর্ডের মতো ব্যক্তিগত তথ্য Ridmik Keyboard ফাঁস করে না।
Ridmik Keyboard এর খারাপ দিক:
কোনো খারাপ দিক নেই বললেই চলে। তবে মাঝেমধ্যে টুকিটাকি Bugs থাকে, আর এটা সব অ্যাপ এর ক্ষেত্রে সমান।
Ridmik Keyboard এর ডিজাইন:
কিবোর্ড এর কালার বেশ প্রশংসনীয়। একটি দেশীয় অ্যাপস হিসেবে এর কালার এবং ডিজাইন আমার কাছে ভালো লেগেছে। অন্যদের কাছে ভালো লেগেছে কিনা, এটা আমার জানা নাই। তবে আমার মনে হয়, ভালো লাগা উচিত। কারণ, আপনারা সবাই ভাল করে জানেন যে, বাংলাদেশের অ্যাপ ডেভলপমেন্ট প্ল্যাটফর্ম ঠিক কতটা অন্যান্য দেশের থেকে আগানো কিংবা পেছানো।
Ridmik Keyboard এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটির রেটিং এবং রিভিউ খুবই ভালো। প্লে স্টোরে এর রেটিং রয়েছে 4.3/5 এবং রিভিউ রয়েছে আড়াই লাখেরও বেশি। পাশাপাশি অ্যাপ স্টোরে রেটিং রয়েছে 3.2/5 এবং ৪শ এর অথিক রিভিউ রয়েছে।
Ridmik Keyboard Download:
অ্যাপসটি আপনারা দুইটি ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমে ব্যবহার ও ডাউনলোড করতে পারবেন। যেমন অ্যান্ড্রয়েড এবং আইওএস।
শেষ কথা:
Ridmik Keyboard এর প্রশংসা করলে, শেষ হবার নয়। সবার আগে আমাদের এটা মাথায় রাখতে হবে যে, এটা আমাদের কিবোর্ড। যার মাধ্যমে আমরা শুরু থেকে অভ্র দিয়ে বাংলা লিখতে পেরেছি, বিশেষ করে মোবাইলে। বর্তমানে এই কিবোর্ড এখন বিশ্বের অনেকদেশ ব্যবহার করে। এটা আমাদের জন্য সত্যিই গর্বের। তাই আপনিও যদি অভ্র দিয়ে বাংলা লিখতে চান, তাহলে এখনি ডাউনলোড করুন এবং ব্যবহার করুন Ridmik Keyboard.
ধন্যবাদ