রেডেক্স কুরিয়ার সার্ভিস | REDX Courier

রেডেক্স কুরিয়ার সার্ভিস REDX Courier

পৃথিবীর যেকোন প্রান্ত থেকে প্রোডাক্ট আনা-নেওয়ার সহজ একটি মাধ্যম কুরিয়ার সার্ভিস। কুরিয়ার সার্ভিস এর বদৌলতে পরিবর্তন আসছে সারা বিশ্বে। যেখানে একটা সময় মানুষ এই একই কাজ করতো হাতে হাতে। কিন্তু সময়ের বিবর্তনে আজ এই সবকিছুই যেন অতীত মাত্র। সারাবিশ্বে লক্ষাধিক এর উপরে পার্সেল ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠান রয়েছে। আর এর ব্যতিক্রম আমাদের দেশেও 9। বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় ডজন খানেক এর মত পার্সেল ডেলিভারি বা কুরিয়ার সার্ভিস রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য: সুন্দরবন, কন্টিনেন্টাল, করতোয়া, জননী, এসএ পরিবহন, রেডিক্স ইত্যাদি।

REDX কি?
এটি একটি প্রযুক্তিনির্ভর Logistics Company যা দেশজুড়ে SME প্রোডাক্ট ডেলিভারি সেবা থেকে শুরু করে ব্যাক্তিগত ডকুমেন্ট, পার্সেল ডেলিভারি, এবং বড় কর্পোরেট কোম্পানিগুলোকে Industrial Logistics সেবা প্রদান করে থাকে।

যেভাবে Redx login করবেন:
• প্রথমে প্লে স্টোর থেকে Redx Courier অ্যাপসটি ডাউনলোড করুন।

• এরপর অ্যাপস টি ওপেন করে "login with phone" বাটনে ক্লিক করুন এবং ফোন নাম্বার দিন।

• এরপর ফোনে আসা ৪ ডিজিটের কোড দিয়ে অ্যাপসটি ব্যবহার করুন।

[ অ্যাকাউন্ট খোলা শেষে অবশ্যই পেমেন্ট ডিটেলস, পিকআপ ইনফর্মেশন এবং অন্যান্য ইনফরমেশন দিন। ]

REDX Courier এর সুবিধাসমূহ:
• বাংলাদেশের ৬৪ জেলার শহর, থানা এবং প্রত্যন্ত গ্রাম থেকে সুবিধা ভোগ করার সুযোগ।

• পার্সেল ট্রাকিং এর সুবিধা।

• 24/7 অর্থাৎ দিনে ২৪ ঘন্টা এবং সপ্তাহে ৭দিন পার্সেল আনা কিংবা নেওয়ার সুবিধা।

• ঢাকার মধ্যে ২৪ ঘন্টা, ঢাকার আশেপাশে ৪৮ ঘন্টা এবং ঢাকার বাহিরে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি পাওয়ার সুবিধা।

Doorstep Pickup And Delivery অর্থাৎ আপনার দরজা থেকে কাঙ্ক্ষিত গন্তব্যে পার্সেল পৌঁছনোর সুবিধা।

• পার্সেল বুকিং এবং ডেলিভারির সময়, আপনার নিবন্ধিত মোবাইল নাম্বারে এসএমএস আপডেট পাওয়ার সুবিধা।

• ডেলিভারি সম্পূর্ণ হলে, পরের দিনই পেমেন্ট পাওয়ার সুবিধা। ( এটি মার্চেন্টদের জন্য )

• সর্বোচ্চ নিরাপদে শিপমেন্টের নিশ্চয়তা ও ক্ষতিপূরণের সুবিধা।

• একই দিনে পিকআপ এর সুবিধা।

REDX Courier এর খারাপ দিক:



• শপ বা ব্র্যান্ড এর নাম পরিবর্তন করার সুযোগ নেই।

• ফোন নাম্বার পরিবর্তন করার সুযোগ নেই।

• পার্সেল এর ডিটেলস দেখার সুযোগ নেই।

• মাঝে মধ্যে ডেলিভারি ধীর গতি ( ইউজারদের মতামত )

REDX Courier এর ডিজাইন:
ব্যাক্তিগত ভাবে আমার কাছে পুরাই জোস মনে হয়েছে। অ্যাপসটিতে মেইন কালার হিসাবে ব্যবহার করা হয়েছে লাল আর সাদা। যা একদম চোখে লাগার মত। অন্যদের কাছে কেমন লেগেছে তা আমার জানা নেই। এর পাশাপাশি অন্য সব অ্যাপস এর থেকে অনেকটাই সহজ এবং গোছানো।

REDX Courier রেটিং এবং রিভিউ:
অ্যাপসটির রেটিং এবং রিভিউ দুটোই ভালো। বর্তমানে প্লে স্টোরে রেটিং রয়েছে 4.0/5 এবং রিভিউ রয়েছে প্রায় ছয় হাজারের বেশি।

REDX Courier App Download:
অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন শুধুমাত্র প্লে স্টোর থেকে অর্থাৎ শুধুমাত্র এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য তৈরি এ অ্যাপ।

[ অ্যাপসটি ডাউনলোড করতে উপরোক্ত প্লাটফর্মের উপর ক্লিক করুন। ]

আরো পড়ুন: ঘরে বসে ব্যক্তিগত যেকোনো সেবা নিন।

শেষ কথা:
রেডেক্স শুধুমাত্র একটি কুরিয়ার সার্ভিস নয়, এর পাশাপাশি এরা সার্ভিস দিয়ে থাকে বাল্ক শিপমেন্ট, লাইন হল, ওয়্যারহাউজ, ট্রাক ভাড়া, লোড-আনলোড, লজিস্টিকস এবং কাস্টমাইজ সমাধান। দূরত্ব সময়ের ব্যবধানে প্রডাক্ট এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার আরেক নাম রেডেক্স। তাই আপনার যদি কোন প্রতিষ্ঠান কিংবা দোকান থাকে, তাহলে আজই রেজিস্ট্রেশন করুন এবং রেডেক্স এর সকল সুবিধা উপভোগ করুন।
ধন্যবাদ

নিচে REDX Courier এর ছোট কিছু প্রশ্নোত্তর দেওয়া হলো:

প্রশ্ন: redx courier contact number?
উত্তর: ০৯৬১০০০৭৩৩৯

প্রশ্ন: কিভাবে redx courier tracking করবো?
উত্তর: ট্র্যাকিং করতে এখানে ক্লিক করুন।

প্রশ্ন: redx delivery charge?
উত্তর: ঢাকার ভেতর প্রতি কেজি ৬০৳ টাকা, ঢাকার আশেপাশে ১০০৳ এবং ঢাকার বাইরে ১৩০৳ টাকা পর্যন্ত।

প্রশ্ন: redx ডেলিভারি নিয়োগ?
উত্তর: ডেলিভারি ম্যান হিসেবে যোগ দিতে, এই নাম্বারে ০৯৬১০০০৭৩৩৯ অথবা contact@redx.com.bd মেইলে যোগাযোগ করুন।

Previous Post Next Post