সকল খেলা লাইভ দেখার সেরা মাধ্যম | t sports app download

t sports app download

তাৎক্ষণিক ভাবে যেকোনো জায়গায় বসে যেকোনো খেলা লাইভ দেখার জন্য আজকাল সবাই মোবাইল অ্যাপ ব্যাবহার করেন। কিন্তু সকল অ্যাপ দিয়ে বাফার ছাড়া খেলা দেখা প্রায় অসম্ভব। তাই আপনাদের মাঝে এবার আমরা নিয়ে এসেছি চমৎকার একটি মোবাইল অ্যাপস। যা ব্যাবহার করে যেকোনো জায়গায় বসে যেকোনো খেলা উপভোগ করতে পারবেন। আর অ্যাপটির নাম হচ্ছে: t sports app.

t sports app কি?

এটি বাংলাদেশের অন্যতম বহুল জনপ্রিয় t sports tv এর অফিসিয়াল মোবাইল অ্যাপ। এই অ্যাপ ব্যাবহার করে সকল খেলার হাইলাইটস, ভিডিও, নিউজ, আর্টিকেল এবং বাফার বিহীন লাইভ খেলা দেখা যায়। 

যেভাবে ব্যাবহার করবেন t sports app:

  • প্রথমে নিচের লিংক থেকে t sports app download করুন এবং ওপেন করুন।
  • এরপর ফোন নাম্বার অথবা জিমেইল অ্যাকাউন্ট ব্যাবহার করে সাইন আপ সম্পূর্ন করুন

[ t sports app এ একাউন্ট তৈরি করার পর আপনার সকল ইনফরমেশন যেমন: নাম, ঠিকানা যুক্ত করুন। ]

t sports app এর সুবিধা:

  • বাফার বিহীন যেকোনো খেলা লাইভ দেখার সুবিধা।
  • যেকোনো খেলার হাইলাইটস দেখার সুবিধা।
  • খেলার নিউজ দেখার সুবিধা।
  • বাছাইকৃত খেলার ভিডিও দেখার সুবিধা।
  • খেলা সংক্রান্ত আর্টিকেল পড়ার সুবিধা।

t sports app অসুবিধা:

t sports app টি থেকে খেলা দেখার জন্য আপনাকে আলাদা করে টাকা গুনতে হবে। যদিও টাকার অংকটা খুবই অল্প। অনেকে মনে করতে পারেন যে, যেখানে আমরা ফ্রিতে লাইভ খেলা দেখতে পারি। সেখানে কেন টাকা দিয়ে খেলা দেখবো? এর সহজ উত্তর হবে: ভাই! সস্তার মাল কিনলে পস্তাতে হয়। আর কিছু বললাম না।

t sports app ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:

অ্যাপের ডিজাইন খুবই সুন্দর এবং মিনিমালিস্টিক ইউজার ইন্টারফেস। এর ফলে লাইভ খেলা দেখতে গিয়ে আপনি কোনো রকমের জামেলায় পারবেন না আশা করছি। অ্যাপটি ওপেন করলেই আপনার সামনে ভেসে উঠবে লাইভ খেলা দেখার উইজেট এবং হাইলাইটস সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ক্যাটাগরি। পাশাপাশি পেমেন্ট মেথড গুলোও সব জায়গায় রয়েছে।

t sports app এর রেটিং ও রিভিউ:

রেটিং: 2.8/5★
রিভিউ: 3K+


যেভাবে t sports app download করবেন:

t sports app download করতে এই লিংক ভিজিট করুন অথবা প্লে স্টোরে গিয়ে t sports app লিখে সার্চ করুন।

শেষ কথা:

সো! এই ছিল বাংলাদেশের অন্যতম বহুল জনপ্রিয় t sports টেলিভিশন এর অফিসিয়াল মোবাইল অ্যাপের রিভিউ। আশা করছি, এই অ্যাপটি ব্যাবহার করে আপনারা নিরাশ হবেন না। তবে ব্যাক্তিগত ভাবে আমি মনে করি, অ্যাপটি ফ্রি হলে বেশি ভালো হতো। এরকম প্রতিনিয়ত বিভিন্ন টিপস এন্ড ট্রিকস ও প্রয়োজনীয় মোবাইল অ্যাপের রিভিউ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ

Previous Post Next Post