জিমেইল একাউন্ট খোলার সঠিক ও সহজ নিয়ম | How To Create Gmail Account in Bangla

জিমেইল আইডি খোলার নিয়ম

এন্ড্রয়েড ফোন সঠিকভাবে অপারেট করার জন্য একটি জিমেইল অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। কারন, এই জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করার মাধ্যমে ইউটিউব, প্লে স্টোর সহ অন্যান্য সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে প্রয়োজন হয়। এছাড়াও জিমেইল একাউন্ট ব্যবহার করার মাধ্যমে মেইল পাঠানো, মেইল রিসিভ করা এবং গুগল ড্রাইভ এর মত অ্যাপ ব্যাবহারের কাজে ব্যবহৃত হয়। তাই নতুন একটি ফোন সেটআপ করার সময় অবশ্যই একটি জিমেইল অ্যাকাউন্ট এর ভূমিকা থাকে সবার উপরে। কিন্তু আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা জিমেইল আইডি খোলার নিয়ম জানেন না। তাই আজকের এই আর্টিকেলের মাধ্যমে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সঠিক ও সহজভাবে জিমেইল আইডি খোলার নিয়ম।

অ্যাপ ব্যবহারের মাধ্যমে জিমেইল আইডি খোলার নিয়ম:
• প্রথমে ফোনে থাকা Gmail নামের অ্যাপটি ওপেন করুন।
• এরপর Add Another Account বাটনে ক্লিক করে Google সিলেক্ট করুন। ( যদি ফিঙ্গারপ্রিন্ট অথবা পাসওয়ার্ড চায়। সেক্ষেত্রে আপনার ফোনে যে পাসওয়ার্ড বা ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করেছেন তা ব্যবহার করুন। )
• এরপর Create Account বাটনে ক্লিক করুন এবং For Myself সিলেক্ট করুন।
• এরপর ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখে Next বাটনে ক্লিক করুন।
• এরপর জন্ম তারিখ এবং লিঙ্গ সিলেক্ট করে Next বাটনে ক্লিক করুন।
• এরপর আপনি যে ইউজার নামে জিমেইল একাউন্ট তৈরি করতে চাচ্ছেন। সেই নামটি প্রোভাইড করুন অর্থাৎ আইডি নাম। Example: Example@gmail.com
• এরপর একটি সপ্তপোক্ত পাসওয়ার্ড ব্যবহার করুন। পাসওয়ার্ড এর ক্ষেত্রে অবশ্যই আপারকেস, লোয়ারকেস এবং সংখ্যা ব্যবহার করুন।
• এরপর একটি ভ্যালিড ফোন নাম্বার দিন এবং ফোনে আসা ভেরিফিকেশন কোড প্রদান করুন। সর্বশেষ Finished বাটনে ক্লিক করুন।




ব্রাউজার ব্যবহারের মাধ্যমে জিমেইল আইডি খোলার নিয়ম:
• প্রথমে একটি ব্রাউজার সিলেক্ট করুন এবং ওপেন করুন।
• এরপর এই লিংকে ক্লিক করুন এবং Create Account এ ক্লিক করে For My Personal Use সিলেক্ট করুন।
• এরপর নাম, পদবী, ইউজারনেম, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে Next বাটনে ক্লিক করুন।
• এরপর একটি ভ্যালিড ফোন নাম্বার দিন এবং ফোনে আসা ভেরিফিকেশন কোড প্রদান করুন। সর্বশেষ Finished বাটনে ক্লিক করুন।

শেষ কথা:
সো! এই ছিল আজকের আর্টিকেলে শেয়ার করা জিমেইল আইডি খোলার নিয়ম। আশা করছি, পরবর্তী সময়ে আপনার আর কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে, জিমেইল আইডি কিভাবে খুলবো? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ
Previous Post Next Post