ইউটিউব ভিডিও ডাউনলোড করার সেরা ৩টি অ্যাপ | অ্যাপ দরকার

মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড

বিভিন্ন সময় ইউটিউব থেকে পছন্দকৃত ভিডিও ফোন স্টোরেজে সংরক্ষণ করার জন্য, আমাদের থার্ড পার্টি মোবাইল এপসের শরণাপন্ন হতে হয়। কিন্তু ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার গুলোর বেশিরভাগই তেমন একটা ইফেকটিভ না। এর ফলে একজন সাধারণ ব্যবহারকারী মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার সময় পড়েন বিভ্রান্তিকর অবস্থায়। আর এরই সমাধান নিয়ে আমরা আজ চলে এসেছি, আপনাদের মাঝে কিছু ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার নিয়ে। যেগুলো ব্যবহার করার মাধ্যমে কোন প্রকার ঝামেলা ছাড়া খুব সহজে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করতে পারবেন।

1) Videoder
এটি ইন্ডিয়ান একটি থার্ড পার্টি ভিডিও ডাউনলোড করার apps. যা ব্যবহারের মাধ্যমে ইউটিউব, ফেসবুক সহ অন্যান্য সকল সোশ্যাল নেটওয়ার্কের ভিডিও ডাউনলোড করা যায়। ফেসবুক এবং ইউটিউব সহ জনপ্রিয় ৫০ টি ভিডিও প্লাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করা যায়।

অ্যাপটির সুবিধা সমূহ:
• সর্বনিম্ন 144p থেকে 4K পর্যন্ত ভিডিও ডাউনলোড করা যায়।
• নাইট মোড রয়েছে।
• মাল্টিপল ডাউনলোড অ্যাকসেস দেয়।
• সর্বোচ্চ ১০ গুন পর্যন্ত যেকোন ভিডিও ডাউনলোড করা যায়।
• অডিও গান ডাউনলোড করার সময় ট্যাগ এডিট করার সুবিধা রয়েছে।
• স্মার্ট লিংক ডিটেকশন টুল রয়েছে।
• আনলিমিটেড থিম পরিবর্তন করা যায়।
• ইন বিল্ডট এড ব্লকার রয়েছে। এছাড়াও একটি ভিডিও ডাউনলোড করার apps হিসাবে প্রয়োজনীয় সকল টুলস এই অ্যাপের মধ্যে বিদ্যমান।



3) Vidmate
YouTube এর ভিডিও ডাউনলোড করার জন্য, এটি একটি Third Party Video Downloader App। যেটা দিন দিন সাধারণ স্মার্টফোন ব্যবহারকারীদের মাঝে বেশ সাড়া ফেলে দিয়েছে। তবে কম্পিউটার ব্যবহারকারীদের জন্য যে, এই অ্যাপটি নেই এরকমটা ও নয়। কম্পিউটার ব্যবহারকারীদের থেকে মোবাইল ব্যবহারকারীদের মাঝে বেশ আলোচিত হয়েছে এই অ্যাপস।

অ্যাপটির সুবিধা সমূহ:
• YouTube এর ভিডিও সকল ফরমেটে ডাউনলোড করার সুবিধা।
• WhatsApp এর সকল প্রকার ছবি কিংবা ভিডিও ডাউনলোড করার সুবিধা।
• ১০০০+ এর উপরে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সুবিধা।
• English, Hindi এবং Bengali Movie ডাউনলোড করার সুবিধা।
• দ্রুতগতিতে ছবি, ভিডিও কিংবা অডিও ডাউনলোডের সুবিধা।
• ফোনে ডাউনলোড থাকা যেকোনো ভিডিও প্লে করার সুবিধা অর্থাৎ এটি একটি Video Player হিসেবে কাজ করে।
• ২০০+ এর উপরে লাইভ টিভি দেখার সুবিধার পাশাপাশি রয়েছে, আরো অনেক কিছু।

3) Safeformnet
এটি সমস্ত সোশ্যাল নেটওয়ার্কের ভিডিও ডাউনলোড করার একটি জনপ্রিয় টুলস। বর্তমানে এই টুলসটি ব্যবহার করা যাবে ওয়েবসাইট, অ্যাপ এবং এক্সটেনশন আকারে। অ্যাপস টির বড় সুবিধা হচ্ছে: কোন প্রকারের ঝামেলা ছাড়া একদম ফ্রিতে, যেকোন সোশ্যাল নেটওয়ার্কের ভিডিও দ্রুত ডাউনলোড করতে পারার সুবিধা।



অ্যাপটির সুবিধা সমূহ:
• দ্রুত যেকোনো সোশ্যাল নেটওয়ার্কের ভিডিও ডাউনলোডের সুবিধা।
• সর্বোচ্চ 4k পর্যন্ত ভিডিও ডাউনলোড করতে পারবেন।
• এপসটি একদম বিনামূল্যে ব্যাবহার করা পসিবল।
• থার্ড পার্টি অ্যাপস হওয়া সত্ত্বেও, অ্যাপসটি অন্যান্য অ্যাপ থেকে সিকিউরড।
• ভিডিওর পাশাপাশি অডিও আকারে অর্থাৎ MP3 ফরম্যাটে ভিডিওর অডিও ডাউনলোড করার সুবিধা।
• ফাস্ট ডাউনলোডিং মোড এর সুবিধা।

শেষ কথা:
বর্তমান সময়ে যতগুলো মোবাইল ভিত্তিক ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার সফটওয়্যার রয়েছে। তার মধ্যে উপরের এই তিনটি অ্যাপ সবচেয়ে জনপ্রিয় এবং ইফেক্টিভ। তাই দ্রুত সময়ের ব্যবধানে মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার উপরের অ্যাপগুলোকে আমরা আপনাদের সাজেস্ট করব। কারণ, এই অ্যাপগুলোতে যে ফিচার রয়েছে তা অন্যান্য সব অ্যাপের মধ্যে বিদ্যমান নয়। কাজেই মোবাইলে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য উপরের তিনটি অ্যাপের মধ্যে যে কোন একটি ব্যবহার করুন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। ধন্যবাদ
Previous Post Next Post