সবার সেরা বাংলা টু ইংলিশ ডিকশেনারী অ্যাপস | ইংলিশ টু বাংলা ডিকশনারী ডাউনলোড

ইংলিশ টু বাংলা ডিকশনারী ডাউনলোড

বিভিন্ন সময় আমাদের বাংলা টু ইংলিশ ডিকশেনারী অথবা ইংলিশ টু বাংলা ডিকশনারী প্রয়োজন হয়। আর এই প্রয়োজনটা সবথেকে বেশি পরে একজন স্টুডেন্টের জীবনে। তাই এবারের আমাদের আয়োজন বাংলা টু ইংলিশ ডিকশেনারী একটি অ্যাপকে ঘিরে। পাশাপাশি বাংলা টু ইংলিশ কিংবা ইংলিশ টু বাংলা ডিকশনারী ডাউনলোড করার পুরো প্রসেস দেখাবো। তাহলে চলুন মূল আর্টিকেল শুরু করি। তার পূর্বে আপনাদের জানিয়ে রাখি যে, বাংলা টু ইংলিশ ডিকশেনারী অ্যাপটির নাম সম্মন্ধে। অ্যাপটির নাম: English Bangla Dictionary.

অ্যাপটির কাজ কি?
এটি একটি বাংলা টু ইংলিশ ডিকশেনারী অ্যাপ। যার প্রধান কাজ বাংলা টু ইংরেজি ও ইংরেজি টু বাংলার অভিধান বের করা সম্ভব। অ্যাপটি ব্যবহার করতে লাগেনা কোন ইন্টারনেট কানেকশন। এজন্য ইন্টারনেট ছাড়া যে কোন জায়গায় বসে খুব সহজেই বাংলা টু ইংরেজি ও ইংরেজি টু বাংলার অভিধান বের করা যায় এই অ্যাপ দিয়ে। এই মুহূর্তে অ্যাপটি শুধুমাত্র পাওয়া যাবে প্লে স্টোরে।

যেভাবে অ্যাপটি ব্যবহার করবেন:
• প্রথমে প্লে স্টোর অথবা নিজের লিংক থেকে অ্যাপটি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করুন এবং ফোনে কোন ধরনের পারমিশন চাইলে তা আলাউ করুন।
• এরপর সার্চ বারে (-----) আপনার কাঙ্খিত কথা লিখুন এবং তার অভিধান জানুন।




বাংলা টু ইংলিশ ডিকশেনারী অ্যাপের সুবিধা সমূহ:
• অফলাইনে ব্যবহার করা যায়। যা অন্যান্য বাংলা টু ইংলিশ ডিকশেনারী অ্যাপে এই সুবিধা নেই।
• বাংলা টু ইংরেজি ও ইংরেজি টু বাংলার অভিধান বের করা যায়।
• অভিধান বের করা কাঙ্খিত লেখা কপি এবং শেয়ার করা যায়। এছাড়াও এরকম ছোট করো আরো বেশ কয়েকটি টুলের কাজ রয়েছে এই অ্যাপে।

অ্যাপটির খারাপ দিক:
নেই।

অ্যাপটির ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপের ডিজাইন একদম সিম্পল। কালার হিসেবে এতে ব্যবহার করা হয়েছে ব্লু এবং হোয়াইট। পাশাপাশি ইউজার ইন্টারফেস নিট এন্ড ক্লিন। বাড়তি কোন ধরনের বাটন কিংবা উইজেট এতে ব্যবহার করা হয়নি। এর ফলে ব্যবহারকারীকে অ্যাপটি ব্যবহার করতে গিয়ে কোন জটিলতার সম্মুখীন হতে হয় না। 




অ্যাপটির রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.5/5★
রিভিউ: 194K+

যেভাবে অ্যাপটি ডাউনলোড করবেন:
প্লে স্টোর (অ্যান্ড্রয়েড)

শেষ কথা:
দৈনন্দিন জীবনে ডিকশনারির ভূমিকা অনেক। যদি আপনি একজন স্টুডেন্ট হয়ে থাকেন। স্টুডেন্টের পাশাপাশি সাধারণ মানুষেরও মাঝেমধ্যে প্রয়োজন হয় বাংলা টু ইংলিশ ডিকশেনারী এর। তাই আপনি যদি ইংলিশ টু বাংলা ডিকশনারী ডাউনলোড করার মত কোন অ্যাপ খুঁজে থাকেন। তাহলে আজকের এই অ্যাপটি হতে পারে সব থেকে বেটার অপশন। সো! আজকের এই বাংলা টু ইংলিশ ডিকশেনারী অ্যাপটি ডাউনলোড করুন এবং ইংরেজি ও বাংলা শব্দের অভিধান বের করুন। ধন্যবাদ
Previous Post Next Post