একসাথে দেখুন আগামী ১০ দিনের আবহাওয়া এর পূর্বাভাস | Appdorkar

আগামী ১০ দিনের আবহাওয়া

কিছু বছর আগেও আবহাওয়ার পূর্বাভাস পেতে মানুষ ব্যাবহার করতো রেডিও কিংবা টিভির মত ডিভাইসগুলো। যেহেতু যুগের সাথে তাল মিলিয়ে সবকিছু আপডেট হচ্ছে। তাই আপডেট হয়েছে আবহাওয়ার পূর্বাভাস দেখার মাধ্যমগুলোও। এখন মানুষ ঘরে বাইরে যেকোনো জায়গায় বসে দেখতে পারে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে? বা একসাথে আগামী ১০ দিনের আবহাওয়া এর পূর্বাভাস। তাই এবারের আমাদের টপিক যেভাবে স্মার্টফোনের মাধ্যমে দেখবেন আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সহ
একসাথে আগামী ১০ দিনের আবহাওয়া এর পূর্বাভাস। আর এটি দেখা যাবে একটি মোবাইল অ্যাপস ব্যাবহার করে। অ্যাপসটির নাম: Weather - Live & Forecast.

অ্যাপসটির কাজ কি?
এটি আবহাওয়ার পূর্বাভাস পাওয়ার একটি মোবাইল অ্যাপ। এর মাধ্যমে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সহ একসাথে আগামী ১০ দিনের আবহাওয়া এর পূর্বাভাস পাওয়া যায়। যা রিয়েল টাইম এবং একুরেট। অ্যাপসটি ১৯৯ টি দেশের ২ লাখের বেশি শহর এবং গ্রামের আবহাওয়ার খবর প্রদর্শন করে। বেশ কয়েকটি ফিচার থাকায় এই অ্যাপস অন্য সব আবহাওয়ার পূর্বভাস পাওয়ার অ্যাপের থেকে আলাদা। ফিচার গুলো হচ্ছে: রাডার ম্যাপ, ওয়েদার অ্যালার্ট, ওয়েদার ওইজেট ইত্যাদি।




যেভাবে অ্যাপসটি ব্যাবহার করবেন:
• প্রথমে প্লে স্টোর অথবা এই পোস্টের নিচ থেকে অ্যাপসটি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে ফোনের লোকেশন সহ অন্যান্য পারমিশন এলাও করুন।
• এরপর দেখতে পাবেন সম্পূর্ণ ওয়েদার চার্ট। (লাইভ)

যেভাবে দেখবেন আগামীকাল আবহাওয়া কেমন থাকবে:
আগামীকাল আবহাওয়া কেমন থাকবে? এই প্রশ্নের উত্তর জানতে প্রথমে অ্যাপসটি ওপেন করুন।
• এরপর ওয়েদার চার্ট পাবেন এবং পাশে দেখবেন “TOMORROW” লেখা। আর এই লেখার উপর ক্লিক করা মাত্রই আপনার সামনে খুলে যাবে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে? এই প্রশ্নের উত্তর।

যেভাবে দেখবেন আগামী ১০ দিনের আবহাওয়া এর পূর্বাভাস:
• প্রথমে অ্যাপসটি ওপেন করুন।
• এরপর ওয়েদার চার্টের নিচে দেখতে পাবেন “MORE” লেখা। সেখানে ক্লিক করুন এবং দেখতে পাবেন আগামী ১০ দিনের আবহাওয়া এর পূর্বাভাস তালিকা।

অ্যাপসটির সুবিধা সমূহ:
• সম্পূর্ণ নির্ভুলভাবে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সহ একসাথে আগামী ১০ দিনের আবহাওয়া এর পূর্বাভাস পাওয়া যায়।
• উইজেটের মাধ্যমে ওয়েদার চার্ট ফোনের হোম স্ক্রিনে রাখা যায়।
• ওয়েদার এলার্ট এর মাধ্যমে রোদ, বৃষ্টি এবং ঘূর্ণিঝড় এর আগাম বার্তা পাওয়া যায়।
• রাডারের মাধ্যমে লাইভ এনিমেটেড আকারে ম্যাপ দেখা যায়।

অ্যাপসটির খারাপ দিক:
নেই।



অ্যাপসটির ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপের ডিজাইন খুবই সিম্পল এবং মিনিমাস্টিক রাখা হয়েছে সকল এলিমেন্টস গুলো। এ কারণে ব্যবহার করা বেশ সহজ। কালার হিসেবে এতে ব্যবহার করা হয়েছে মাল্টিপল কালার। সেই সাথে এর ইউজার ইন্টারফেসও গোছানো। অ্যাপসটি করার পরপরই সামনে চলে আসে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সহ একসাথে আগামী ১০ দিনের আবহাওয়া এর পূর্বাভাস চার্ট। আর সাইডবার থেকে অ্যাপসটির সমস্ত কিছু কাস্টমাইজ করা যায়।

অ্যাপসটির রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.8/5★
রিভিউ: 16K+

যেভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন:
সরাসরি অ্যাপস টি ডাউনলোড করতে এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:
আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সহ
একসাথে আগামী ১০ দিনের আবহাওয়া এর পূর্বাভাস তালিকা অনেকই খুঁজে থাকেন। কিন্তু এখনও অনেক সাধারণ মানুষ রয়েছেন। যারা জানেন না যে, সঠিকভাবে যেভাবে আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সহ একসাথে আগামী ১০ দিনের আবহাওয়া এর পূর্বাভাস তালিকা বের করতে হয়। সো, আশা করছি! এই আর্টিকেল পড়ার পর আপনারা এই বিষয়টি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন। তাহলে দেরি কেন? এখনই ডাউনলোড করুন শেয়ার করা মোবাইল অ্যাপসটি। আর নিয়েনিন আগামীকাল আবহাওয়া কেমন থাকবে সহ একসাথে আগামী ১০ দিনের আবহাওয়া এর পূর্বাভাস তালিকা। ধন্যবাদ
Previous Post Next Post