নিজেই তৈরী করুন নকশী কাথার ডিজাইন!

নকশী কাথার ডিজাইন আঁকা ছবি

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই আপনারা ভালো আছেন। আজকের এই আর্টিকেল এর মাধ্যমে আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। যেভাবে নিজে থেকে শিখবেন নকশি কাথার ডিজাইন করা। আমাদের মাঝে অনেকেই রয়েছেন যারা নকশী কাথার ডিজাইন আঁকা ছবি গুগল এবং ইউটিউব এর মাধ্যমে খুজে থাকেন। কিন্তু সঠিক এবং নিত্য নতুন nokshi katha design খুঁজে পান না। তাদের প্রথমেই অনুরোধ করবো, আজকের এই সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন। তাহলে আপনি খুব সহজেই নকশি কাঁথা ডিজাইন ছবি আঁকা শিখতে পারবেন। আর হ্যাঁ! আপনি শিখে কিন্তু অবশ্যই শেয়ার করবেন আপনার পরিবার কিংবা বন্ধু-বান্ধবদের মাঝে। যারা মূলত নকশী কাথার ডিজাইন করা শিখতে চান বা পারেন না। নকশী কাথার ডিজাইন আঁকা শিখতে আপনাকে ব্যবহার করতে হবে একটি মোবাইল অ্যাপস। অ্যাপসটির নাম: Rangolism. আর এটিই মূলত আজকের এই আর্টিকেলের মূল বিষয়বস্তু। তাহলে চলুন! বেশি কথা না বলে আজকের আর্টিকেল শুরু করি অর্থাৎ Rangolism অ্যাপসটি সম্মন্ধে জেনে নিই।

Rangolism অ্যাপস এর কাজ কি?
অ্যাপসের কাজ সম্বন্ধে জানার আগে আমাদের প্রথমে জানা উচিত যে, রঙ্গোলি কি? একদম সহজ করে বললে, রঙ্গোলি হলো: ভারতীয় উপমহাদেশের উদ্ভূত একটি শিল্প ফর্ম। যেখানে মেঝে বা টেবিলটপে গুঁড়ো চুনা পাথর, শুকনো চালের গুঁড়া, লাল ওচর, রঙিন বালি, কোয়ার্টজ পাউডার, ফুলের পাপড়ি সহ অন্যান্য রঙিন পাথরের মতো উপকরণ ব্যবহার করে নিদর্শন তৈরি করা। আর এটাকেই বলা হয় রঙ্গোলি। রঙ্গোলি সাধারণত একটি প্যাটার্ন বা শিল্পকর্ম। এটি বিভিন্ন ইভেন্ট এবং ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার হয়ে থাকে। এবার কথা বলা যাক! Rangolism অ্যাপস এর কাজ সম্মন্ধে। রঙ্গোলি তৈরি করার সকল স্টেপ গুলো এনিমেশন আকারে দেখানো হয় Rangolism অ্যাপের মধ্যে। আশা করছি, এখন হয়তো আপনারা বুঝতে পেরেছেন এই অ্যাপের কাজ সম্মন্ধে।



যেভাবে ব্যবহার করবেন Rangolism অ্যাপস:
• প্রথমে প্লে স্টোর অথবা নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে আপনার পছন্দের নকশী কাথার ডিজাইন টি নির্বাচন করুন।
• এরপর প্লে বাটনে (▶️) ক্লিক করে দেখে নিন। আপনার কাঙ্খিত নকশী কাথার ডিজাইন যেভাবে তৈরি করবেন।

Rangolism অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
• ট্যালেন্টেড সকল আর্টিস্ট দ্বারা তৈরিকৃত নকশী কাথার ডিজাইন স্টেপ বাই স্টেপ শেখার সুবিধা।
• প্রত্যেক সপ্তাহে নকশী কাথার ডিজাইন আঁকা ছবি আপডেট হয়।
• পছন্দকৃত নকশী কাথার ডিজাইন গুলো ফেভারিট লিস্টে যুক্ত এবং শেয়ার করার সুবিধা।
• অল্প ডাটা ব্যবহার করে নকশী কাথার ডিজাইন গুলো দেখার সুবিধা।

Rangolism অ্যাপস এর খারাপ দিক:
থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে।

Rangolism অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
ডিজাইন একদম সিম্পল এবং মিনিমাস্টিক। সেই সাথে সুন্দর কালার কম্বিনেশন। পাশাপাশি ইউজার ইন্টারফেস একদম গোছানো এবং ইউজার ফ্রেন্ডলি। আর হ্যাঁ! অ্যাপসটিতে যেহেতু থার্ড পার্টি এডভারটাইজিং রয়েছে। তাই অনেকই হয়তো মনে করছেন যে, অ্যাপসটি ব্যবহার করতে গিয়ে অনেক জটিলতা ফেস করতে হবে। কিন্তু আপনি জেনে খুশি হবেন যে, এটি সম্পূর্ণ ভিন্ন। কারণ, অ্যাপসটিতে থার্ড পার্টি এডভার্টাইজিং থাকা সত্ত্বেও ব্যবহার করতে গিয়ে কোন অসুবিধা হবে না। এর কারণ হচ্ছে: অ্যাপটিতে অপটিমাইজড অ্যাডভার্টাইজিং সিস্টেম ইউজ করা।



Rangolism অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটির রেটিং এবং রিভিউ প্লে স্টোরে খুঁজে পাওয়া যায়নি। তবে এখন পর্যন্ত অ্যাপসটিকে ৫০ হাজারের অধিক বার ডাউনলোড করা হয়েছে।

যেভাবে ডাউনলোড করবেন Rangolism অ্যাপস:
সরাসরি অ্যাপসটিকে ডাউনলোডের জন্য এই লিংক ভিজিট করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন Rangolism লিখে।

শেষ কথা:
নকশি কাঁথা সেলাইয়ের জন্য নির্দিষ্ট কোন ডিজাইন নেই। তবে যিনি নকশি কাঁথা সেলাই করেন, তার মনে যা আসে সেটি মূলত নকশি কাঁথাতে আর্ট করেন। তাই আপনি যদি কারো সাহায্য ছাড়া নকশি কাঁথা ডিজাইন ছবি আঁকা শিখতে চান। তাহলে অবশ্যই ব্যবহার করুন Rangolism মোবাইল অ্যাপ। কারণ, এখানে আপনি পাবেন সকল প্রকারের নকশী কাথার ডিজাইন। যা ব্যক্তিগতভাবে আমি মনে করি, আপনি আর কোনো জায়গা তে পাবেন না। নকশী কাথার ডিজাইন এবং রঙ্গোলি সেম প্যাটার্ন অনুসরণ করেন। তাই উল্লেখিত অ্যাপসটিকে ধর্মীয় অ্যাপস না ভেবে, একটি লার্নিং অ্যাপস হিসেবে ভেবে নেয়ার অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ
Previous Post Next Post