দ্রুত ভিডিও এডিটিং করার সেরা অ্যাপস | capcut app | new capcut template

new capcut template

বর্তমান সময়ে মোবাইল দিয়ে দ্রুত ভিডিও এডিটিং করার জন্য রয়েছে অনেক মোবাইল অ্যাপ। এর মধ্যে সবথেকে ভালো যে অ্যাপসটি রয়েছে, সেটি মূলত আজকের এই আর্টিকেল এ আমরা তুলে ধরার চেষ্টা করব। আশা করছি, এই আর্টিকেল পড়ার পর আপনি খুব সহজে দ্রুত সময়ের ব্যবধানে যেকোন প্লাটফর্মের জন্য ভিডিও এডিট করতে সক্ষম হবেন। বলছিলাম, দ্রুত ভিডিও এডিটিং সম্পূর্ণ করার মোবাইল অ্যাপস তথা Cupcut এর কথা। জ্বি! আজ এই পুরো আর্টিকেল জুড়ে কথা হবে Cupcut এপসের ভালো-মন্দ সহ সকল বিষয়বস্তু নিয়ে। তাহলে চলুন শুরু করি আজকের আর্টিকেল।

Cupcut App কি?
এটি একটি ভিডিও এডিটিং অ্যাপ। যা অন্যান্য ভিডিও এডিটিং অ্যাপ এর চেয়ে বেশ কিছু ফিচারের জন্য ব্যতিক্রম। ফিচারগুলোর মধ্যে অন্যতম capcut template. কারণ, অ্যাপসটির মধ্যে রয়েছে অসংখ্য new capcut template. এরফলে ভিডিও এডিটিং করা আরো সহজ। জনপ্রিয় এই অ্যাপসটিকে তৈরি করা হয়েছে টিক টক ব্যবহারকারীদের উদ্দেশ্য করে। তবে সাধারণ ব্যবহারকারীরাও ব্যবহার করতে পারবেন অ্যাপসটিকে কোনরকমের টিক টক একাউন্ট ছাড়া। ( নিচে capcut template download করার প্রসেস দেখানো হয়েছে )


l

যেভাবে ব্যবহার করবেন Cupcut App:
• প্রথমে প্লে স্টোর অথবা নিচের লিঙ্ক থেকে অ্যাপসটি ডাউনলোড করুন।
• এরপর ফোনে চাওয়ার সকল পারমিশন এলাও করুন।
• এর নিচের capcut template link থেকে যেকোনো একটি capcut template download করুন।
• সর্বশেষ আপনার কাঙ্খিত ভিডিও সংযুক্ত করুন। ব্যাস! এডিটিং কমপ্লিট।

[ অ্যাপসটিকে ব্যবহার করার জন্য tiktok অ্যাকাউন্টের প্রয়োজন নেই। তবে চাইলে আপনারা একাউন্ট যুক্ত করতে পারেন। ]

Cupcut App এর বৈশিষ্ট্য সমূহ:
অ্যাপসটিতে বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং করা সম্ভব। যা প্রত্যেকটি ভিডিও এডিটিং অ্যাপ এর মধ্যে বিদ্যমান। তাই আমরা অ্যাপসটির শুধুমাত্র স্পেশাল ফিচারগুলো নিয়ে কথা বলব। নিচে স্পেশাল ফিচারগুলো উল্লেখ করা হলো:
• অটো ক্যাপশন জেনারেট করার সুবিধা অর্থাৎ ভিডিওতে কথাবার্তা কে কনভার্ট করে সাবটাইটেল তৈরি হয়।
capcut template link থেকে সরাসরি capcut template download করে ব্যবহার করার সুবিধা। এর ফলে ভিডিও এডিটিং করার কোন ঝামেলা থাকে না। শুধু কাঙ্খিত ভিডিও সংযুক্ত করলেই এডিটিং সম্পন্ন হয়।
• অটোমেটিক ভিডিওর ব্যাকগ্রাউন্ড রিমুভ এর সুবিধা।

Cupcut App এর অসুবিধা:
• ফোনের হার্ডওয়্যার অনুযায়ী এডিটিং করা সম্ভব।
• কী (Key) এডিটিং ফিচার নেই।


l

Cupcut App এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
Cupcut এর ডিজাইন ছিল অসাধারণ। সেই সাথে ইউজার ইন্টারফেস ও বেশ ফ্রেন্ডলি। এছাড়াও কালার কম্বিনেশন ছিল চোখে লাগার মত। সব থেকে মজার বিষয় হচ্ছে: অ্যাপসটির মধ্যে প্রবেশ করা মাত্র আপনি বিচলিত না হয়ে ঠান্ডা মাথায় এডিটিং সম্পন্ন করতে পারবেন। এর সব থেকে বড় কারণ হচ্ছে: অ্যাপসটির ইউজার ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস। সবমিলিয়ে ডিজাইন এবং ইউজার ইন্টারফেস নিয়ে আশা করি, আপনাদের কোন মতামত থাকবে না।

Cupcut App এর রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.4/5★
রিভিউ: 4M+

যেভাবে capcut template download করবেন:
• প্রথমে এই capcut template link এ ক্লিক করুন। 
• এরপর “Open Capcut” বাটনে ক্লিক করুন।
• এরপর যেকোনো capcut template download করুন।


যেভাবে Cupcut app download করবেন:
Cupcut app download করার জন্য এই লিংকে ক্লিক করুন অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Capcut” লিখে।

শেষ কথা:
সময়ের স্বল্পতার কারণে যারা ভিডিও এডিটিং করতে ভয় পান। তাদের জন্য Capcut দুর্দান্ত একটি মোবাইল অ্যাপস। এই অ্যাপের বড় বৈশিষ্ট্য হলো: যেকোনো capcut template download করে দ্রুত এডিট করা সম্ভব। আপনারা যারা ইতিমধ্যে capcut template download করে ব্যবহার করছেন। তারা হয়তো বুঝবেন টেমপ্লেট এর মর্মতা। তাই আশা করছি, আপনারা যারা দ্রুত ভিডিও এডিটিং সম্পন্ন করতে চান। তারা অবশ্যই Capcut app download করে ব্যবহার করুন। ধন্যবাদ
Previous Post Next Post