সবার সেরা অভ্র কিবোর্ড | avro keyboard download

avro keyboard download

স্মার্টফোনের মাধ্যমে দ্রুত টাইপ করার জন্য avro keyboard এর জুড়ি নেই। তাই আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করব, যেভাবে সবার সেরা avro keyboard download এবং ব্যাবহার করবেন। তাহলে বেশি কথা না বলে চলুন, জেনে নেওয়া যাক avro keyboard download এবং ব্যবহার করার প্রসেস সম্বন্ধে। এই সময়ে প্লে স্টোর কিংবা অন্যান্য অ্যাপ স্টোর গুলোতে আপনি অসংখ্য avro keyboard download করতে পারবেন। তবে ফিচারের দিক থেকে সবার উপরে থাকবে, এই আর্টিকেলে যে avro keyboard download করার প্রসেস দেখাবো সেটি। অ্যাপসটির নাম: Desh Bangla Keyboard.

অ্যাপসটি কি?
এটি একটি অভ্র কিবোর্ড। যা দিয়ে অল্প সময়ের মধ্যে দ্রুত টাইপ করা সম্ভব। বেশ কয়েকটি ফিচারের জন্য অন্য সব অভ্র কিবোর্ড এর চেয়ে, এই কীবোর্ডটি এগিয়ে রয়েছে। ফিচারগুলোর মধ্যে অন্যতম: ডিফল্ট স্টাইলিশ টেক্সট ব্যবহার করা যায়। জনপ্রিয় এই কীবোর্ডটি তৈরি করেছেন ভারতের অন্যতম সেরা অ্যাপ ডেভলপার দেশ কিবোর্ড অর্গানাইজেশন। বর্তমানে দেশ কীবোর্ড এর আওতাভুক্ত ২০টি কীবোর্ড প্লে স্টোরে পাবলিশ রয়েছে।

যেভাবে ব্যবহার করবেন অ্যাপসটি:
• জনপ্রিয় এই avro keyboard download করার জন্য, আপনাকে চলে যেতে প্লে স্টোরে অথবা নিচের লিংক ভিজিট করতে হবে।
• ডাউনলোড শেষে অ্যাপস টি ওপেন করুন এবং সকল পারমিশন এলাও করুন।
• এরপর পছন্দমত কাস্টমাইজ করুন এবং সবশেষ Desh Bangla Keyboard টি নির্বাচন করে ব্যাবহার করা শুরু করুন।




অ্যাপসটির বৈশিষ্ট্য বা সুবিধা সমূহ:
প্লে স্টোর থেকে আপনি যতগুলো avro keyboard download করবেন। খেয়াল করলে দেখবেন যে, প্রত্যেকটি অভ্র কীবোর্ড এ একই রকম ফিচার প্রোভাইড করছে। তবে এর মধ্যে কিছু কিছু avro keyboard download করার পর, আপনি একটু হলেও অবাক হবেন। আর এরকমই অবাক হওয়ার মতো একটি কীবোর্ড “Desh Bangla Keyboard” কারণ, এই কিবোর্ডটিতে রয়েছে:-
• নো লেগিং প্রব্লেম।
• স্মুথলি অভ্র লেখার সুবিধা।
• কালারফুল থিম।
• ভয়েস টাইপিং।
• স্টাইলিশ টেক্সট লেখার সুবিধা।
• ইমোজি এবং gif ব্যবহারের সুবিধা।

অ্যাপসটির খারাপ দিক:
নেই। 

অ্যাপসটির ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
মিনিমালিস্টিক ডিজাইন, কালার কম্বিনেশন এবং ইউজার ইন্টারফেস আপনাকে মুগ্ধ করবে। সেই সাথে সকল ঝামেলা এড়াতে ইউজার ইন্টারফেস আপনাকে সহযোগিতা করবে। কারণ, এই কিবোর্ডের ইউজার ইন্টারফেস তুলনামূলক অন্যান্য অভ্র কিবোর্ড এর চেয়ে ইউজার ফ্রেন্ডলি।




অ্যাপসটির রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.4/5★
রিভিউ: 40K+

যেভাবে অ্যাপসটি ডাউনলোড করবেন:
সরাসরি এই avro keyboard download এর জন্য, এই লিংক অথবা প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “Desh Bangla Keyboard” লিখে।

শেষ কথা:
কমবেশি আপনি-আমি এবং আমরা সবাই জানি, স্মার্টফোনের কিবোর্ড কতটা গুরুত্বপূর্ণ। কারণ, এই কিবোর্ড দিয়েই স্মার্টফোনের সিংহভাগ কার্যক্রম পরিচালনা করা হয়। হোক সেটা ইউটিউব থেকে কোন গান প্লে করা কিংবা ফেসবুকে পোস্ট করা। যেখানেই লেখালেখির প্রয়োজন, সেখানেই কিবোর্ডের দেখা। আর এই কীবোর্ড যদি স্মুথলি ব্যবহার না করা যায়। সেক্ষেত্রে ভোগান্তির আর শেষ থাকে না। এজন্য বেশিরভাগ স্মার্টফোন ব্যবহারকারীরা বিশেষ করে যারা বাংলা ভাষায় টাইপ করেন। তারা প্লে স্টোর থেকে avro keyboard download করে ব্যাবহার করেন। কারণ, দ্রুত বাংলা ভাষায় টাইপ করার ক্ষেত্রে এর বিকল্প নেই। তবে অনেক ব্যবহারকারীরা avro keyboard download করার সময়, ভুল কিবোর্ড ডাউনলোড করার ফলে স্মুথলি বাংলা ভাষায় টাইপ করতে পারেন না। তাদের কথা মাথায় রেখেই, শেয়ার করা আজকের এই অভ্র কিবোর্ড। সো! এখনই এই আর্টিকেলে শেয়ার করা avro keyboard download করুন এবং স্মুথলি বাংলা টাইপ করার অভিজ্ঞতা নিন। ধন্যবাদ
Previous Post Next Post