1000+ ফুলের ওয়ালপেপার | বিদেশি ফুলের ছবি

গোলাপ ফুল ছবি ডাউনলোড

আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? আশা করছি, মহান আল্লাহতালার অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আজ আমরা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এসেছি। দেশী-বিদেশি ফুলের ছবি দিয়ে যেভাবে সাজাবেন আপনার পছন্দের মোবাইলের ওয়ালপেপার। আর এই কাজটি করতে পারবেন একটি ওয়ালপেপার অ্যাপের মাধ্যমে। অ্যাপসটির নাম: Flower Wallpapers in HD, 4K. তাহলে চলুন! ঘুরে আসা যাক আজকের শেয়ারকৃত মোবাইলের অ্যাপসটির মধ্যে থেকে।

অ্যাপস টি মূলত কি?
এটি একটি পার্সোনালাইজেশন ওয়ালপেপার অ্যাপস। যা ব্যবহার করার মাধ্যমে একজন প্রকৃতিপ্রেমী ব্যক্তি, যে মূলত ফুলকে ভালোবাসেন। সে এখান থেকে লাভ পিকচার ফুল, বিদেশি ফুলের ছবি, জেসমিন, সূর্যমুখী, বেলী এবং গোলাপ ফুল ছবি ডাউনলোড করতে এবং ফোনের ওয়ালপেপার হিসাবে ব্যবহার করতে পারেন। 



যেভাবে ব্যবহার করবেন অ্যাপসটি:
• প্রথমে অ্যাপসটিকে প্লেস্টোর অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
• এরপর ওপেন করে ফোনে চাওয়া সকল পারমিশন এলাও করুন।
• এরপর আপনার সামনে খুলে যাবে সকল দেশী বিদেশি ফুলের ছবি
• এরপর পছন্দকৃত ফুলের ছবির উপর ক্লিক করুন।
• এরপর ডাউনলোড অথবা সেট বাটনে ক্লিক করে ওয়ালপেপার হিসেবে কাঙ্খিত ছবিটি ব্যবহার করুন।

অ্যাপসটির সমস্ত বৈশিষ্ট্য বা সুবিধা সমূহ:
• সকল দেশী বিদেশি ফুলের ছবি ওয়ালপেপার হিসেবে ব্যবহার করার সুবিধা। পাশাপাশি মনে করুন, আপনার গোলাপ ফুল ছবি ডাউনলোড করে গ্যালারিতে রাখতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি এই সুবিধাটাও পাবেন।
• প্রতিনিয়ত লাভ পিকচার ফুল এবং সকল দেশী বিদেশি ফুলের ছবি আপডেট হয়।
• সকল ওয়ালপেপার প্রত্যেকটি ফোনের জন্য সুইটেবল। কারণ, এখানে রয়েছে এইচডি, কিউএইচডি এবং ফোর কে ফরমেট।
• পছন্দকৃত ওয়ালপেপার তাৎক্ষণিক ভাবে শেয়ার এবং ফেভারেট লিস্টে যুক্ত করার সুবিধা।

অ্যাপসটির খারাপ দিক:
• থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে।
•ওয়ালপেপার সার্চ করার কোন সুযোগ নেই।

অ্যাপসটির ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
সুপারফাস্ট এবং ইউজার ফ্রেন্ডলি এই অ্যাপস অর্থাৎ ইউজার ইন্টারফেস যথেষ্ট পরিমাণ নিট এন্ড ক্লিন। সেই সাথে ডিজাইনও বেশ সুন্দর। অ্যাপটিতে আপার সাইডে আলাদা করে দেয়া হয়েছে কালার গ্রেডিয়েন্ট। এছাড়াও ডিফলভাবে ডার্ক মোড রয়েছে। আশা করা যায়, অ্যাপসটি ব্যবহার করতে গিয়ে আপনারা কোন সমস্যার দেখা পাবেন না।



অ্যাপসটির রেটিং এবং রিভিউ:
রেটিং: 4.2/5
রিভিউ: 14K+

[ Play store এর তথ্য অনুযায়ী ]

যেভাবে ডাউনলোড করবেন অ্যাপস টি:
সরাসরি অ্যাপসটি কে ডাউনলোড করতে এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:
যদি আপনি বিদেশি ফুলের ছবি অথবা গোলাপ ফুল ছবি ডাউনলোড করে গ্যালারিতে রাখতে কিংবা ওয়ালপেপার হিসেবে ব্যবহার করতে চান। তাহলে অবশ্যই আজকের রিভিউ করা অ্যাপসটি ব্যবহার করুন। আমাদের ভেতর যারা প্রকৃতিপ্রেমী মানুষ রয়েছেন এবং ফুলের ওয়ালপেপারের জন্য সুন্দর একটি এপ্স খুঁজছেন। তাদের জন্য এই অ্যাপসটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই দেরি না করে এখনই উপরের লিঙ্ক থেকে অ্যাপস টি ডাউনলোড করুন এবং দেশী বিদেশি ফুলের ছবি ব্যবহার করুন আপনার মোবাইলের ওয়ালপেপার হিসেবে। ধন্যবাদ

Previous Post Next Post