নিখুঁত ভাবে বয়স বের করার নিয়ম | বয়স ক্যালকুলেটর

বয়স ক্যালকুলেটর

বয়স এটি শুধুমাত্র একটি সংখ্যা। আর এটি কে কেন্দ্র করেই আমাদের জীবন যাপন চালনা করা হয়। বয়সের উপর নির্ভর হয়ে অনেক কিছুই করতে হয়। এই যেমন: চাকরি কিংবা বিয়া করা। এছাড়াও বয়সের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আর প্রতিটি মানুষেরই তার সঠিক বয়স বের করার নিয়ম কিংবা সঠিক বয়স জানা উচিত। তাই এবারের আমাদের আলোচনার মূল টপিক হচ্ছে: যেভাবে বয়স ক্যালকুলেটর ব্যবহার করে জানবেন, আপনার এই মুহূর্তে কত বয়স চলছে। সেই সাথে আরো জানতে পারবেন বছর, মাস, দিন, ঘন্টা, মিনিট এবং সেকেন্ড পর্যন্ত। আর এই সকল কিছু জানতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপস ব্যবহার করে। অ্যাপসটির নাম: Age Calculator/ বয়স ক্যালকুলেটর

বয়স ক্যালকুলেটর অ্যাপস কি?
বয়স ক্যালকুলেটর মূলত একটি টুলস অ্যাপ। যার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের সঠিক বয়স বের করার নিয়ম জানতে এবং দেখতে পারেন। এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি, বয়স স্ট্যাটিকস, বার্থডে কাউনডাউন, বয়সের ডাটা সংরক্ষণ, বেবিদের বয়স বের করা এবং আজকের রাশিফল দেখা সম্ভব।



যেভাবে ব্যবহার করবেন বয়স ক্যালকুলেটর অ্যাপস:
• সবার প্রথমে বয়স ক্যালকুলেটর অ্যাপস টি প্লে স্টোর অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন।
• এরপর অ্যাপসটি ওপেন করে ভাষা নির্বাচন করুন।
• এরপর আপনার জন্ম তারিখ সিলেক্ট করে “ক্যালকুলেট” বাটনে ক্লিক করে দেখুন আপনার বর্তমান বয়স কত চলে।

বয়স ক্যালকুলেটর অ্যাপস এর সুবিধা সমূহ:
বয়স ক্যালকুলেটর অ্যাপস টি নির্দিষ্ট একটি টপিকের উপর তৈরি করা। এখানে শুধুমাত্র সঠিক বয়স বের করার নিয়ম জানার পাশাপাশি বার্থডে অ্যানিভার্সারি, বয়স স্ট্যাটিকস, বার্থডে কাউনডাউন, বয়সের ডাটা সংরক্ষণ, বেবিদের বয়স বের করা এবং আজকের রাশিফল দেখা যায়। তাই অ্যাপসটির সুবিধা সমূহ হিসাবে এইগুলোই রয়েছে। এছাড়াও অ্যাপসটির সুবিধা সমূহের মধ্যে রয়েছে এডভার্টাইজিং মুক্ত।

বয়স ক্যালকুলেটর অ্যাপস এর অসুবিধা বা খারাপ দিক:
নেই।


বয়স ক্যালকুলেটর অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
চোখ ধাঁধানো ডিজাইন এই অ্যাপের। কি নেই এখানে সুন্দর কালার কম্বিনেশন, মিনিমাল ডিজাইন, অ্যাট্রাক্টিভ আইকন এবং ইউজার ফ্রেন্ডলি ইউজার ইন্টারফেস। অ্যাপস ওপেন করা মাত্রই আপনার চোখে ভেসে উঠবে বয়স ক্যালকুলেটর অর্থাৎ যার মাধ্যেমে বয়স বের করার নিয়ম জানতে বা দেখতে পাবেন। এর নিচেই রয়েছে বাড়তি ক্যাটাগরিতে শিশুর বয়স ক্যালকুলেটর, জন্মদিনের কাউন্ট ডাউন, রাশিফল, এবং তারিখ ক্যালকুলেটর। আর লেফট সাইটে রয়েছে অন্যান্য মেনু।

বয়স ক্যালকুলেটর অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
4.3/5 রেটিং সহ ৯৯ হাজার রিভিউ রয়েছে প্লে স্টোরে। এছাড়াও অ্যাপসটি এখন পর্যন্ত ডাউনলোড করা হয়েছে 50 লাখের অধিক বার।



[ অ্যাপসটি এই মুহূর্তে শুধুমাত্র প্লে স্টোরে পাওয়া সম্ভব। অন্যান্য প্লাটফর্মে আগামী দিনে আসার সম্ভাবনা রয়েছে। ]

যেভাবে ডাউনলোড করবেন বয়স ক্যালকুলেটর অ্যাপস 
সরাসরি অ্যাপসটি ডাউনলোড করতে এই লিংক ভিজিট করুন।

শেষ কথা:
বিভিন্ন সময় আমাদের মাস, দিন সহ বয়স জানার প্রয়োজন হয়ে থাকে। আর মাস এবং দিন সহ বয়স বের করার জন্য ক্যালকুলেট করতে হয়। যা নিঃসন্দেহে সময় সাপেক্ষ এবং কষ্টকর একটি বিষয়। আর এই কাজটি বয়স ক্যালকুলেটর অ্যাপস এর মাধ্যমে মাত্র কয়েক ক্লিকের ব্যবধানে করা সম্ভব। তাই আপনি যদি বয়স বের করার নিয়ম বা দেখতে চান যে, আপনার এই মুহূর্তে কত বছর, মাস বা দিন চলছে। তাহলে ব্যবহার করুন “বয়স ক্যালকুলেটর” মোবাইল অ্যাপস, আর কয়েক ক্লিকে জানুন আপনার সঠিক বয়স। ধন্যবাদ
Previous Post Next Post