সাধারণ জ্ঞান লাভের সেরা মাধ্যম | পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী কে?

পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী কে

আপনাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী কে বা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে অথবা পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ কে? উত্তরটি হয়তো জানতে আপনার দীর্ঘক্ষণ সময় লেগে যাবে। আর এটি কে মনে রাখাকেই বলা হয় সাধারণ জ্ঞান। যেটা বর্তমানে সব জায়গাতেই প্রয়োজন হয়। বিশেষ করে চাকরির ক্ষেত্রে তো মাস্ট বি। জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান ছাড়া একটা ব্যক্তির কখনোই ব্যক্তিত্ব ফুটে ওঠে না। এটা চাকরির ক্ষেত্রে হোক কিংবা পাড়ার চায়ের দোকানে অন্যদের কাছে বসে থাকা অবস্থায় হোক। সাধারণ জ্ঞান অবশ্যই প্রয়োজন জীবন চলার পথে। একবার সাধারণ জ্ঞান রপ্ত করার ফলে, যে কেউ আপনাকে ভিন্ন চোখে দেখতে বাধ্য। কারণ, আপনি যা জানেন অন্যরা তার আশেপাশেও নেই। আমরা আজ কথা বলব পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী কে বা
পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে অথবা 
পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ কে? এরকম টুকি টুকি হাজারো প্রশ্নের উত্তর যেভাবে জানবেন। সাধারণ জ্ঞান অর্জন করার জন্য বর্তমানে রয়েছে বিভিন্ন ইউটিউব চ্যানেল, ওয়েবসাইট, পেজ, গ্রুপ এবং মোবাইল অ্যাপস। তাদের মধ্য থেকে আজ আমরা মোবাইল অ্যাপসকে নিয়ে কথা বলব। আর আপনারা হয়তো সবাই ভালো করে জানেন যে, আমাদের এই ওয়েবসাইটে মূলত আমরা রিভিউ করে থাকি সকল প্রকারের মোবাইল অ্যাপস। তাই এবারও আমরা ব্যতিক্রম হয়নি এই বিষয়টির উপর। আজ যে অ্যাপসটি রিভিউ করতে চলেছি তার নাম: সাধারণ জ্ঞান ২০২২. অ্যাপসটির নাম বাংলা হওয়া তে, আমরা পড়েছি বেখাপ্পায়। তাই অ্যাপসটির নাম ছোট করে আমরা দিয়েছি GK. তাহলে চলুন ঝাপিয়ে পড়া যাক GK কে নিয়ে।



GK অ্যাপস টি কি?
এটি সাধারণ জ্ঞান অর্জনের সেরা একটি বাংলা মোবাইল অ্যাপস। যেখান থেকে সাধারণ মানুষ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী কে বা পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে? এরকম হাজারো ছোট ছোট প্রশ্নের উত্তর খুঁজে পেয়ে থাকেন। এছাড়াও অ্যাপসটি তে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া সকল বিষয়বস্তুর উপর বিশ্লেষণ করে ছোট ছোট প্রশ্নোত্তর সেগমেন্ট করা হয়েছে। লাইক পদ্মা সেতু।

যেভাবে ব্যবহার করবেন GK অ্যাপস টি:
প্রথমে প্লে স্টোর অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন অ্যাপসটি কে। এরপর পছন্দ অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করুন আর আর ডুব দিন সাধারণ জ্ঞানের ভান্ডারে।

GK অ্যাপস এর সুবিধা সমূহ:
• সর্বমোট আটটি ক্যাটারগরী থেকে হাজার হাজার সাধারণ জ্ঞান রপ্ত করার সুবিধা। সাধারণ জ্ঞানের মধ্যে রয়েছে বাংলাদেশের জাতীয় দিবস কোনটি, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী কে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে সহ এরকমই হাজারো সব প্রশ্নোত্তর।
• প্রতিবছর অ্যাপসটি কে আপডেট করা হয়।

অ্যাপসটির এছাড়া বাড়তি কোন সুযোগ কিংবা সুবিধা নেই।

GK অ্যাপস এর খারাপ দিক:
থার্ড পার্টি এডভার্টাইজিং রয়েছে।



GK অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
ডিজাইন খুবই জোস। প্রত্যেকটি ক্যাটাগরি স্কয়ার শেপে তৈরি করা হয়েছে। কালার হিসেবে এতে ব্যবহার করা হয়েছে সাদা এবং কালো। যার ফলে অ্যাপসটিকে দেখতে আরো মিনিম্যালিস্টিক দেখায়। এছাড়াও ইউজার ইন্টারফেস অনেক সহজ। ব্যবহার করতে পারেন যেকোনো বয়সের লোক।

GK অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোর থেকে অ্যাপসটি কে ইতিমধ্যে ডাউনলোড করা হয়েছে ৫০ হাজারের অধিক বার। সেই সাথে রেটিং রয়েছে 4.1/5 এবং রিভিউ কয়েকশ। অ্যাপসটি এই মুহূর্তে শুধুমাত্র প্লে স্টোর পাওয়া যাচ্ছে। তাই অন্য সব প্লাটফর্মের রিভিউ দেওয়া হয়নি।

যেভাবে ডাউনলোড করবেন GK অ্যাপস:
অ্যাপস টি সরাসরি ডাউনলোডের জন্য এই লিংকে ক্লিক করুন।

শেষ কথা:
সাধারণ জ্ঞান সবার প্রয়োজন। হোক সে চাকরিজীবী কিংবা স্টুডেন্ট। একজন মানুষ তার যে কোনো বয়সে গিয়ে সাধারণ জ্ঞান লাভ করতে পারেন। সাধারণ জ্ঞান জানার পর আপনার কনফিডেন্ট সবার চেয়ে আরো বাড়বে। কারণ, এটি একটি সাইকোলজিক্যাল ফ্যাক্ট। তাই নিজেকে সবার থেকে আলাদা করতে এবং নিজের ভেতরের জানার পরিধিকে আরো বৃদ্ধি করতে এখনি ডাউনলোড করুন আজকের শেয়ার করা মোবাইল অ্যাপস টি। আর জানুন পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী কে, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ কে, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ কে সহ এরকম হাজারো ছোট প্রশ্নের উত্তর। ধন্যবাদ
Previous Post Next Post