একসঙ্গে জানুন | বাংলা, ইংরেজি এবং আরবি মাসের তারিখ।

আজকে বাংলা কত তারিখ

বাংলা মাসের কত তারিখ আজ বা আজকে আরবি মাসের কত তারিখ? এরকম প্রশ্নের উত্তর জানার জন্য আমাদের ব্যবহার করতে হয় ক্যালেন্ডার। একসময় মানুষ ফিজিক্যাল ক্যালেন্ডারের উপর নির্ভরশীল ছিল। কিন্তু যুগের বিবর্তনে এসে মানুষ ফিজিক্যাল ক্যালেন্ডার বাদ দিয়ে ব্যবহার করছেন মোবাইলের বিভিন্ন অ্যাপস। আর এ থেকে খুব সহজে জানতে পারছেন বাংলা মাসের কত তারিখ আজ বা আজকে আরবি মাসের কত তারিখ? আজ আমরা আলোচনা করব ছোট্ট একটি অ্যাপের বিস্তারিত নিয়ে। অ্যাপসটির কাজ বাংলা মাসের কত তারিখ আজ, আজকে আরবি মাসের কত তারিখ এবং আজ ইংরেজি মাসের কত তারিখ আজ? এরকম প্রশ্নের উত্তর মেলাতে সহযোগিতা করে। অ্যাপসটির নাম: Calendar 2022 - English, Bangla, Arabic.

Calendar EBA অ্যাপস কি?
এটি একটি ক্যালেন্ডার অ্যাপস। যা বাংলাদেশী ডেভলপারদের হাত ধরে পথ চলা। জনপ্রিয় এই অ্যাপসটির সাহায্যে একসঙ্গে তিনটি ভিন্ন ভিন্ন মাসের ক্যালেন্ডার দেখা যায়। যেমন: বাংলা, ইংরেজি এবং আরবি। এছাড়াও বছর অনুযায়ী সরকারি ছুটির তালিকা দেখার সুযোগ রয়েছে।

যেভাবে ব্যবহার করবেন Calendar EBA অ্যাপস:
অ্যাপসটি ব্যবহার করতে আলাদা কোন অ্যাকাউন্ট এবং ফোনের কোন প্রকারের পারমিশন লাগেনা। শুধুমাত্র প্লে স্টোর থেকে অথবা নিচের লিংক থেকে ডাউনলোড করুন এবং ব্যবহার শুরু করুন।



Calendar EBA অ্যাপস এর সুবিধা:
আজকে বাংলা কত তারিখ, আরবি মাসের কত তারিখ আজ অথবা আজ ইংরেজি মাসের কত তারিখ? এরকম প্রশ্নের উত্তর মেলাতে সহযোগিতা করে অর্থাৎ সকল মাসের তারিখ দেখার সুবিধা।
• সরকারি ছুটি এবং হলিডে দেখার সুবিধা।
• বিগত বছরের ক্যালেন্ডার এবং সেই বছরের সকল সরকারি ছুটির তালিকা দেখার সুবিধা।
• প্রতিবছর ক্যালেন্ডার গুলো আপডেট হয়।

Calendar EBA অ্যাপস এর অসুবিধা:
• থার্ড পার্টি এডভেটাইজিং রয়েছে।

Calendar EBA অ্যাপস এর ডিজাইন এবং ইউজার ইন্টারফেস:
অ্যাপসের ডিজাইন হুবহু ফিজিক্যাল ক্যালেন্ডার মত। যা একদম ব্যতিক্রম বললে ভুল হবে না। কারণ, এই সময়ে এসে ফিজিক্যাল ক্যালেন্ডারের দেখা না মিললেও, দেখা মিলবে এই অ্যাপের মধ্যে। নিঃসন্দেহে এটা একটি ভাল কাজ। পাশাপাশি ইউজার ইন্টারফেস একদম সোজা সাপ্টা। অ্যাপ খোলা মাত্র চোখে পড়বে সকল মাসগুলো এবং মাসের মধ্যে ক্লিক করলে পুরো একমাসের ক্যালেন্ডার সামনে আসবে।

Calendar EBA অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটির রেটিং এবং রিভিউ এক কথায় অসাধারণ। 4.5/5 রেটিং এবং ৮ হাজার রিভিউ রয়েছে। আর প্লে স্টোর থেকে ইতিমধ্যে অ্যাপসটি কে ডাউনলোড করা হয়েছে দশ লাখের অধিক বার।



যেভাবে ডাউনলোড করবেন Calendar EBA অ্যাপস:
অ্যাপস টি এই মুহূর্তে শুধুমাত্র পাওয়া যাবে প্লে স্টোরে। তাই ডাউনলোডের জন্য প্লে স্টোর অথবা এই লিংকের শরণাপন্ন হন।

শেষ কথা: 
বাংলা মাসের কত তারিখ আজ বা আজকে আরবি মাসের কত তারিখ? এরকম প্রশ্ন মাঝেমধ্যে আমাদের মনে বিরাজ করে। কিন্তু ফিজিক্যাল ক্যালেন্ডার হাতের কাছে না থাকার কারণে, জানা সম্ভব হয় না। আবার বর্তমানে যে ক্যালেন্ডার অ্যাপসগুলো রয়েছে। তার মধ্য থেকে নির্দিষ্ট তারিখ খুঁজে বের করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়। বিশেষ করে যারা মধ্য বয়সি নারী-পুরুষ রয়েছেন তাদের। তাই মাত্র কয়েক ক্লিকের ব্যবধানে নিজে থেকে আজকে আরবি মাসের কত তারিখ বা বাংলা মাসের কত তারিখ আজ? জানতে ব্যবহার করুন আজকের মোবাইল অ্যাপসটি। ধন্যবাদ
Previous Post Next Post