পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক এবং পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার

e passport check online

পাসপোর্ট খুবই গুরুত্বপূর্ণ একটি বস্তু। যা আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সাধারণ একজন নাগরিকের প্রয়োজন হয়। কিন্তু পাসপোর্ট তৈরীর জটিলতায় পড়েননি এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। কারণ, এই পাসপোর্ট কে কেন্দ্র করে একদল অসাধু ব্যবসায়ী করে চলেছে রমরমা ব্যবসা। যাইহোক! আজকে কথা বলবো না, কেন ঐ সমস্ত ব্যক্তিরা রমরমা ব্যবসা শুরু করছে সাধারণ মানুষের সুযোগকে কাজে লাগিয়ে। সাধারণত আজ আমরা এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যেভাবে পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করবেন। পাশাপাশি এই আর্টিকেলের শেষে পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার কিভাবে পাবেন? তাও উল্লেখ করার চেষ্টা করব। e passport check online অথবা পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য অবশ্যই আপনাদের প্রয়োজন পড়বে একটি মোবাইল অ্যাপস এর। অ্যাপসটির নাম: BD Passport Status.

BD Passport Status কি?
বাংলাদেশ পাসপোর্ট চেক/ পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার এটি একটি ছোট্ট টুলস। যা বাংলাদেশ গভারমেন্টের অরজিনাল ওয়েবসাইট কে কনভার্ট করে অ্যাপ এ রূপান্তরিত করা হয়েছে। একই সাথে প্রবাসী এবং আন্তর্জাতিক ভ্রমণকারীদের প্রয়োজনীয় পাসপোর্ট সংক্রান্ত যাবতীয় তথ্য এবং গাইড প্রদান করে এই অ্যাপস।



যেভাবে ব্যবহার করবেন BD Passport Status অ্যাপ:
• প্রথমে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন BD Passport Status অ্যাপস টি এবং ওপেন করুন।

• এরপর আপনার প্রয়োজন অনুযায়ী ক্যাটাগরি নির্বাচন করুন এবং পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করা সহ সকল কার্যক্রম পরিচালনা করুন।

BD Passport Status অ্যাপস এর সুবিধা সমূহ বা বৈশিষ্ট্য:
e passport check online বা পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার সুবিধা।

• পাসপোর্ট ঢাকা থেকে হাইকমিশন এ এসেছে কিনা তা ডেলিভারী স্লিপ নাম্বার দিয়ে চেক করার সুবিধা।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স থেকে টিকিট সংগ্রহ এবং টিকিট সংক্রান্ত সকল ইনফরমেশন জানার সুবিধা।

• কুয়ালালামপুর (মালয়েশিয়া) থেকে পাসপোর্ট সংগ্রহের জন্য অ্যাপয়েন্টমেন্ট 
নেওয়ার সুবিধা।

• পোস্ট অফিস (মালয়েশিয়া) থেকে পাসপোর্ট সংগ্রহ করার সুবিধা।

BD Passport Status অ্যাপস এর খারাপ দিক:
নেই।



BD Passport Status অ্যাপস এর ডিজাইন বা ইউজার ইন্টারফেস:
অ্যাপসটির ইউজার ইন্টারফেস কিংবা ডিজাইনে কোন জায়গায় ঘাটতি নেই বলে আমার ধারণা। কারণ, অ্যাপসটি এতটাই সহজ যে, যেকোন ব্যক্তি এটি খুব সহজে ব্যবহার করতে পারেন। অ্যাপসটি একটি ব্রাউজার আকৃতিতে তৈরি করা হয়েছে। পাশাপাশি অ্যাপসটির কালার কম্বিনেশনও মোটামুটি ভালো।

BD Passport Status অ্যাপস এর রেটিং এবং রিভিউ:
পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার জন্য বর্তমানে প্লে স্টোরে রয়েছে BD Passport Status অ্যাপস এর মত বহু অ্যাপ। তবে সকল অ্যাপ এর তুলনায় BD Passport Status অ্যাসটির রেটিং এবং রিভিউ বেশ ভালো। রেটিং এবং রিভিউ এর দিক থেকে এই অ্যাপসটির প্লে স্টোর রেটিং 4.3/5 এবং সেই সাথে রিভিউ রয়েছে 150+। আর ডাউনলোডের দিক থেকে অ্যাপসটি এখনো পর্যন্ত পঞ্চাশ হাজারের অধিক মানুষ ডাউনলোড করেছেন। 

যেভাবে ডাউনলোড করবেন BD Passport Status অ্যাপস:
অ্যাপসটি যেহেতু শুধুমাত্র প্লে স্টোরে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে, তাই প্লে স্টোরে গিয়ে সার্চ করুন “BD Passport Status” লিখে অথবা এই লিংকে প্রবেশ করুন।



শেষ কথা:
উল্লেখিত অ্যাপসটি মূল পাসপোর্ট এর অফিসিয়াল ওয়েবসাইট কনভার্ট করে তৈরি করা। সেই সাথে পাসপোর্ট সংক্রান্ত আরো বেশ কিছু ওয়েবসাইট সংযুক্ত করেছে এই অ্যাপস। যে কারণে, একজন ব্যবহারকারী বাড়তি কোন ওয়েবসাইটে না গিয়ে। সরাসরি এই অ্যাপসের মধ্যে পেয়ে যাচ্ছে সকল প্রয়োজনীয় ওয়েবসাইট। তাই আপনিও যদি e passport check online / পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক করার পাশাপাশি পাসপোর্ট রিলেটেড অন্যান্য ওয়েবসাইট ভিজিট করে থাকেন। তাহলে অবশ্যই ব্যবহার করুন BD Passport Status অ্যাপ। এটি ব্যবহার করার ফলে আপনার বাঁচবে সময় এবং একসাথে পেয়ে যাবেন পাসপোর্ট সংক্রান্ত সকল প্রয়োজনীয় ওয়েবসাইট। ধন্যবাদ

যেভাবে পাবেন পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার:
অথেন্টিক পাসপোর্ট অফিসের মোবাইল নাম্বার কিংবা ঠিকানা পাবার জন্য এই লিংকে প্রবেশ করুন।

Previous Post Next Post