পরিচয় গোপন রেখে প্রশ্ন করুন | Maya App Download For Android

Maya App Download For Android

জীবনে চলার পথে অনেক সময় শারীরিক, মানসিক এবং পারিবারিক সমস্যা গুলো আমাদের আঁকড়ে ধরে। এ থেকে মুক্তির জন্য অবশ্যই প্রয়োজন পড়ে, একজন ভালো উপদেশ দাতা। কিন্তু সবাই এটি পায় না। তাই বলে কি জীবন থেমে থাকবে? অবশ্যই না। কারন, আজ আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপস শেয়ার করতে যাচ্ছি যে, যে এপস এর মাধ্যমে শারীরিক, মানসিক এবং পারিবারিক জটিলতাগুলোকে রোধ করতে আপনাকে সহায়তা করবে।
অ্যাপসটির নাম: Maya Apa/ মায়া আপা।

Maya Apa/ মায়া আপা কি?
এটি মায়ালজি লিমিটেড দ্বারা নিয়ন্ত্রিত। মায়া আপা অ্যাপ হলো: একটি অনলাইন স্বাস্থ্য সেবা কেন্দ্র ও কল্যাণ সংস্থা। যা বর্তমানে ঢাকা, বাংলাদেশে অবস্থিত। এই সংস্থাটি এখনো পর্যন্ত সরকারি না, তবে বেসরকারী উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠান ব্র্যাকের সাথে অংশীদারত্বের উপর নির্ভর করে বার্তা/তথ্য প্রদান করে। মায়া প্লাটফর্ম বর্তমানে অ্যাপস এবং ওয়েবসাইট আকারে ব্যবহার করা যায়। পাশাপাশি এটি দুইটি ভাষা সাপোর্ট করে বাংলা এবং ইংলিশ।

Maya Apa অ্যাপ যেভাবে ব্যবহার করবেন:
• প্রথমে প্লে ষ্টোর অথবা অ্যাপ স্টোর থেকে Maya Apa/ মায়া আপা অ্যাপ ডাউনলোড করুন এবং অ্যাপস টি ওপেন করুন।

• এরপর ফোন নাম্বার প্রোভাইড করে “চালিয়ে যান” বাটনে ক্লিক করুন এবং ফোনে আসা ভেরিফিকেশন কোড দিন।

[ ফোনে আসা ভেরিফিকেশন কোড দেওয়ার পর, অ্যাপসটির সম্পূর্ণরূপে প্রস্তুত ব্যবহার করার জন্য। ]

Maya Apa/ মায়া আপা অ্যাপ বৈশিষ্ট্য বা সুবিধা সমূহ:
• আপনার পরিচয় গোপন করে, বিশেষজ্ঞদের কাছ থেকে উপদেশ নেওয়ার সুবিধা।

মায়া আপা অ্যাপ এর ভিতরে রয়েছে শত শত ডাক্তার, মনোরোগ বিশেষজ্ঞ এবং বিউটিশিয়ান। তাদের কাছ থেকে আপনি ২৪ ঘন্টা সেবা গ্রহণ করতে পারবেন।

• শারীরিক, মানসিক, সৌন্দর্য এবং জীবনধারা বিষয়ক, যেকোন প্রশ্ন বিনামূল্যে জিজ্ঞাসা করা এবং উত্তর নেয়ার সুবিধা।


Maya Apa/ মায়া আপা অ্যাপে বর্তমানে ১মিলিয়নেরও বেশি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যা আপনি পড়ে আপনার জ্ঞান-বুদ্ধি পরিধি করতে পারেন। উত্তরগুলোর ক্যাটাগরি হচ্ছে: তরুণীদের স্বাস্থ্য, গর্ভবতী ও নতুন মা, শিশুর যত্ন, সৌন্দর্য ও ত্বক, পুরুষের স্বাস্থ্য, সাধারণ স্বাস্থ্য, জ্বর ও সংক্রমণ, শরীরে ব্যথা, মানসিক সুস্বাস্থ্য, পুষ্টি ও অভ্যাস, সম্পর্ক, বহুমূত্র রোগ, নিজের উন্নতি, এবং চোখ ও দন্ত্য।

• স্বাস্থ্য সম্পর্কে ১২০০টির অধিক আর্টিকেল রয়েছে। যা পড়ে নিজের এবং পরিবারের অন্য সদস্যদের স্বাস্থ্যের প্রতি সচেতন হওয়া সম্ভব।

• নিয়মিত স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস এন্ড ট্রিকস পাওয়ার সুবিধা।

• আপনার রোগ অনুযায়ী সরাসরি ডাক্তারের সাথে কথা বলার সুবিধা।

• সার্চ দিয়ে সহজেই যেকোনো টপিক খুঁজে পাওয়ার সুবিধা।

• কম খরচে প্রেসক্রিপশন প্যাকেজে ডাক্তারের সঙ্গে কথা বলার সুবিধা।

• প্রেসক্রিপশন এর মাধ্যমে ওষুধ কেনার সুবিধা।

• স্বাস্থ্য এবং ত্বকের যত্নে প্রয়োজনীয় সামগ্রী সল্প মূল্যে কেনার সুবিধা।

• গর্ভাবস্থার সময় জানার সুবিধা অর্থাৎ অ্যাপের ভেতর প্রসবের সম্ভাব্য তারিখ গণনা করার ক্যালকুলেটর রয়েছে।
 
• সময় মতো ওষুধ খাওয়ার জন্য এলার্ম এর সুবিধা রয়েছে।

• মা ও শিশুর টিকা নেয়ার সময় মনে করিয়ে দেওয়ার জন্য। এতে আলাদা ভাবে ব্যবহার করা হয়েছে রিমাইন্ডার সিস্টেম।

• বিএমআই পরিমাপ করার সুবিধা অর্থাৎ সোজা বাংলায় বললে, আপনার বয়স, উচ্চতা অনুযায়ী কত কেজি ওজন এবং চর্বি আছে তা জানার সুযোগ।

পিরিয়ড ট্রাক করার সুবিধা।

• প্রতি সপ্তাহে গর্ভাবস্থার অবস্থান এবং টিপস নেয়ার সুবিধা।

• রোগের উপসর্গ চেক করার সুবিধা।

• কুইজ খেলে মায়া পয়েন্ট অর্জন করার সুবিধা। যা পরবর্তী সময়ে মায়ার অন্য সব আকর্ষণীয় অফার পেতে সহায়তা করে।

• নিজের রেফার লিঙ্ক বা কোড শেয়ার করে, মায়া পয়েন্ট জিতে নেওয়ার সুবিধা সহ থাকছে আরও অন্যান্য সুযোগ-সুবিধা।


Maya Apa/ মায়া আপা অ্যাপ এর খারাপ দিক: 
ইউজারদের মতামত অনুযায়ী অনেকেই দাবি করছেন যে, কান্খিত প্রশ্নের উত্তর পেতে বেশ টাইম লাগে। আমার কাছে এটা স্বাভাবিক বলে মনে হয়। কারণ, এই বিশাল প্লাটফর্মে প্রতি মিনিটে হাজার হাজার প্রশ্ন জমা পড়ে। তাই অভিজ্ঞদের প্রশ্নের জবাব দিতে একটু টাইম লাগাটা অস্বাভাবিকের কিছু নয়।

Maya Apa/ মায়া আপা ডিজাইন:
অ্যাপসটির ডিজাইন তুলনামূলক অন্যান্য অ্যাপের থেকে একটু ব্যতিক্রম। অ্যাপসটি ওপেন করা মাত্রই প্রশ্ন করার ইন্টারফেস দেখতে পাবেন, পাশাপাশি মায়ার অন্যান্য সার্ভিসগুলোও। তাই এপসটি ব্যাবহার করতে বাড়তি কোনো ঝামেলা পোহাতে হবে না বলে, আমার ধারণা।

Maya Apa/ মায়া আপা অ্যাপ এর রেটিং এবং রিভিউ:
অ্যাপসটির রেটিং এবং রিভিউ খুবই ভালো। প্লে স্টোরে এর রেটিং রয়েছে 4.3/5 এবং অ্যাপ স্টোরে 3.7/5। পাশাপাশি প্লে স্টোরে রিভিউ রয়েছে ১৪ হাজারেরও বেশি এবং অ্যাপ স্টোরে মাত্র কয়েকটি। এখন অনেকেই বলতে পারেন এখানে রিভিউ এর সংখ্যা কম কেন? এর সোজাসাপ্টা উত্তর হবে, ভাই বাংলাদেশে কতজন অ্যাপেল ইউজার রয়েছে? যে এখানেও পর্যাপ্ত পরিমাণ রিভিউ থাকবে।

Maya Apa App Download:
অ্যাপসটি আপনারা দুটি অপারেটিং সিস্টেমের জন্য ডাউনলোড করতে পারবেন, তথা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর

[ অ্যাপসটি সরাসরি ডাউনলোড করতে উপরের প্ল্যাটফর্মের নামের উপর ক্লিক। ]

[ ফ্রিতে মায়া প্লাস ব্যবহার করতে q5a2hb এই প্রোমো কোডটি ব্যবহার করুন। ]

Maya Apa App এর প্যাকেজ সমূহ:
• Standard- ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা।
159BDT - ১মাস।
1599BDT - ১২মাস।

• Plus - পারিবারিক স্বাস্থ্য সুরক্ষায় ভিডিও কলে সার্বক্ষণিক ডাক্তার।
319BDT - ১মাস।
3199BDT - ১২মাস।

• Premium - পরিবারের দীর্ঘমেয়াদি রোগের জন্য নির্ভরযোগ্য সুরক্ষা।
559BDT - ১মাস।
4799BDT - ১২মাস।


Maya Apa পেমেন্ট মেথড:
বিকাশ, রকেট, নগদ, ডাচ বাংলা, ভিসা এবং মাস্টার কার্ড এর মাধ্যমে পেমেন্ট করা যাবে।

শেষ কথা:
২০১৫ সাল থেকে “মায়া” সফলভাবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে। যদিও এটি খুব ছোট্ট পরিসরে শুরু হয়েছিল, কিন্তু মায়া এখন লক্ষ লক্ষ মানুষের একটি সুবিশাল পরিবার। বর্তমানে মায়া প্রতিমাসে ৬ লাখ মানুষকে নিয়মিত স্বাস্থ্যসেবা দিয়ে আসছে এবং গ্রাহকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। পাশাপাশি প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের গোপনীয়তা রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

ধন্যবাদ
Previous Post Next Post