স্পটিফাই কি এবং ব্যবহার করার উপায় | Spotify Bangladesh

স্পটিফাই কি এবং ব্যবহার করার উপায় | Spotify Bangladesh

সারাদিন অক্লান্ত পরিশ্রমের পর, পছন্দের গানগুলো অনেকেরই মনের চাহিদা মেটাতে সক্ষম। তবে এ ক্ষেত্রে গানের কোয়ালিটিও চমৎকার হওয়া উচিত। আজকাল বেশিরভাগ মানুষই ফোনে গান ডাউনলোড না করে, অনলাইনে শুনতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। এজন্য বর্তমানে রয়েছে বিভিন্ন মোবাইল অ্যাপ্লিকেশন, যার সাহায্যে শুধুমাত্র ডেটা ফুরিয়ে হাই কোয়ালিটিতে পছন্দের যেকোনো গান শোনা যায়। ঠিক এরকমই একটি অ্যাপ হলো: Spotify /স্পটিফাই

Spotify কি?
Spotify হল: একটি সুইডিশ অডিও স্ট্রিমিং এবং মিডিয়া পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান। যা ২০০৬ সালের ২৩ই এপ্রিল ড্যানিয়েল এবং মার্টিন লরেন্টজন দ্বারা প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এই অডিও স্ট্রিমিং প্রতিষ্ঠানটি, বিশ্বের বৃহত্তম মিউজিক স্ট্রিমিং পরিষেবা প্রদানকারী। ২০২১ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত, ১৭২ মিলিয়ন অর্থপ্রদানকারী গ্রাহক সহ ৩৮১ মিলিয়নেরও বেশি মাসিক সক্রিয় ব্যবহারকারী রয়েছেন।

যেভাবে Spotify ব্যাবহার করবেন:
• প্রথমে প্লে ষ্টোর অথবা অ্যাপ স্টোর থেকে এপসটি ডাউনলোড করুন এবং ওপেন করুন।

• এরপর “Sing Up Free” বাটনে ক্লিক করে যাবতীয় তথ্য দিন। যেমন: ইমেইল, পাসওয়ার্ড, জন্মতারিখ, লিঙ্গ, নিয়ম-নীতিমালা অর্থাৎ Terms and Conditions এর টিক (✓) মার্ক দিয়ে “Create Account” এ ক্লিক করুন।

[ Continue With Google এর উপর শুধুমাত্র একটি ক্লিক করেও একাউন্ট খুলতে পারেন। এক্ষেত্রে জিমেইল একাউন্টের নাম অনুযায়ী একাউন্ট তৈরি হবে। ]


Spotify এর সুবিধা বা বৈশিষ্ট্য:
• বড় বড় শিল্পী বা ব্যান্ড এর লাইভ স্ট্রিম শোনার সুবিধা।

• শোনাকৃত গানের হিস্টরি দেখার সুবিধা। এর ফলে দ্বিতীয় বার আর কষ্টকরে কাঙ্খিত গান খোঁজার প্রয়োজন নেই।

Spotify এর রয়েছে নিজস্ব Predictive Recommendation Engine. যার মাধ্যমে ব্যবহারকারীর গান শোনার কিংবা সার্চ করার উপর ভিত্তি করে, প্রতিনিয়ত গান প্রোভাইড করে।

• ডিলেট হয়ে যাওয়া প্লেলিস্ট ফিরিয়ে আনার সুবিধা। তবে এক্ষেত্রে অ্যাপ নয় বরং ওয়েবসাইট ব্যবহার করতে হবে এবং ডিলিট হওয়া প্লেলিস্ট Trash ফোল্ডারে ৯০ দিন পর্যন্ত থাকে।

Spotify Account Login করে পৃথিবীর যেকোন প্রান্তে বসে গান কন্ট্রোল করার সুবিধা।

Spotify App-এ রয়েছে Sleep Timer ফিচার। যার সাহায্যে নির্দিষ্ট সময় অনুযায়ী গান বেজে, অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। এই ফিচারটি রাতে ঘুমের সময় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

• পছন্দের গান দিয়ে লাইব্রেরি তৈরি করার সুবিধা। এর ফলে আপনি বছরের পর বছর প্রিয় সকল গানগুলো একত্রে রাখতে পারবেন।

Streaming Quality এবং Download Quality পরিবর্তন করার সুবিধা। পাশাপাশি Spotify App- এ রয়েছে Mono Audio, Normalize Volume, Auto Mix এর মত ফিচার।

Spotify এর খারাপ দিক:
এখনো পর্যন্ত এই অ্যাপে, কোনো ধরনের সমস্যা খুঁজে পাওয়া যায়নি। তবে অনেকেই দাবি করেছেন যে, বিরক্তিকর Ads এ ঠাসা এপসটি। 
[ এই Ads শুধুমাত্র ফ্রী প্লান ইউজারদের সামনে প্রদর্শন হয় ]

Spotify Premium প্যাকেজ সমূহ:

প্লান নাম: Mini Premium
১দিন - ১০৳ (১টি ডিভাইস)
৭দিন - ৩৬৳ (১টি ডিভাইস)

প্লান নাম: Premium Student
১মাস - ৯৯৳ (১টি ডিভাইস)

প্লান নাম: Premium Duo
১মাস - ২৬০৳ ( ২টি ডিভাইস)

প্লান নাম: Premium Family
১ মাস - ৩১৯৳ (৬টি ডিভাইস)

Spotify Payment Methods:
বাংলাদেশ: গ্রামীণফোন, এয়ারটেল এবং রবি।
আন্তর্জাতিক: Credit/debit card, Prepaid card, PayPal, Gift card, Pay by mobile, Pay as you go.

[ পেমেন্ট মাধ্যমগুলো দেশ এবং অঞ্চলের উপর ভিত্তি করবে। ]


Spotify এর রেটিং এবং রিভিউ:
প্লে স্টোরে বর্তমানে অ্যাপসটির রেটিং রয়েছে 4.4/5 এবং রিভিউ রয়েছে প্রায় ২৪ মিলিয়নেরও বেশি। একই সাথে অ্যাপ স্টোরে রেটিং রয়েছে 4.8/5 এবং রিভিউ রয়েছে প্রায় ১৯ মিলিয়নেরও বেশি।

Spotify Download: 
অ্যাপসটি আপনারা ডাউনলোড করতে পারবেন প্লেস্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে।

শেষ কথা:
বহুল জনপ্রিয় এই “Spotify App” কিছু দিন আগেও আমাদের দেশে অর্থাৎ বাংলাদেশে ছিলো না। কিন্তু এখন অফিশিয়ালি চলে এসেছে এবং পেমেন্ট মাধ্যমগুলোও সহজ। যার ফলে মিউজিক লাভারদের কাছে, অন্যান্য গান শোনার অ্যাপস এর থেকে “Spotify App” অল্প সময়ের মধ্যেই জনপ্রিয়তার শীর্ষে চলে এসেছে। 

ধন্যবাদ সবাইকে
Previous Post Next Post